সুচরিত চৌধুরী স্মরণসন্ধ্যা শুক্রবার
২১ জানুয়ারি ২০২১ ১৫:৩৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৫:৪৩
ঢাকা: প্রখ্যাত সাহিত্যিক সুচরিত চৌধুরীর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২২ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা সাড়ে পাঁচটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হবে ‘সুচরিত চৌধুরী স্মরণসন্ধ্যা ২০২১’। নাট্যপত্রিকা নাট্যমঞ্চ, নাট্যদল নাট্যমঞ্চ রেপার্টরি ও নাট্যমঞ্চ প্রকাশন যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে।
স্মরণসন্ধ্যায় থাকবে সুচরিত চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের আলোচনা, তার রচিত কবিতা আবৃত্তি ও নাটক পাঠ। প্রবীণ নাট্যব্যক্তিত্ব রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা পর্বে উপস্থিত থাকবেন নাট্যজন শিশির দত্ত, নাট্যজন সনজীব বড়ুয়া, নাট্যগবেষক ড. অরূপ বড়ুয়া। কবিতা আবৃত্তি করবেন সুচরিত চৌধুরীর ছেলে সৌভিক চৌধুরী। নাটক থেকে পাঠ করবে অঙ্গন থিয়েটার ইউনিট ও নাট্যমঞ্চ রেপার্টরি। অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন সপ্রতিভ দাশ পিনন। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন নাট্যকার দীপক চৌধুরী।