Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুমি আজ সব শিশুর প্রতিভূ


১৯ অক্টোবর ২০২০ ০১:৩৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৪:২৮

বেঁচে থাকলে তুমি এখন আমার চেয়ে কয়েক বছরের বড় থাকতে
হয়তো তোমাকে ভাইয়া কিংবা রাসেল ভাই বলে ডাকতাম,
যেমনি তোমার হাসু আপাকে আমরা আপা বলে ডাকি
বেঁচে থাকলে তোমার বয়স ঠিক এখন পিতার মতোই হতো
কিন্তু তোমাকে কখনোই আমি ঐ বয়সে দেখতে পাই না
অনেক চেষ্টা করেও না
শতাব্দীর নিষ্ঠুরতম হত্যাকাণ্ড তোমাকে আর বড় হতে দেয়নি;
সেই শৈশবেই আটকিয়ে রেখেছে
বাংলাদেশের সকল শিশুর প্রতিভূ আজ তুমি
তোমার অবয়বে আজ ওদের ছবি
ওরা হাসলে মনে হয় তুমি হাসছো
কাঁদলে মনে হয় তুমিই কাঁদছো
কে বলেছে ঘাতকরা তোমাকে মারতে পেরেছে ? তুমিতো আজ বাংলাদেশের সব শিশুর ছবি
আবার মনে হয়, পৃথিবীর সব শিশুর ছবিই তুমি
শুধু ঐ প্রজন্ম বা এই প্রজন্মের নয়;
প্রজন্ম থেকে প্রজন্ম
আমাদের ভালোবাসা আর আবেগের শেষ অংশটুকু তুমি
তোমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা

বিজ্ঞাপন

ছবি: ২০১৯ সালে শহীদ শেখ রাসেলের জন্মদিনে ড۔ সেলিম মাহমুদের ছেলে আহনাফ ফারাজ মাহমুদ এঁকেছিল। আহনাফ তখন সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

শেখ রাসেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর