Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারাক ওবামার ‘অ্যা প্রমিজড ল্যান্ড’, আসছে নভেম্বরে


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:১০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৭

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বহুল প্রতীক্ষিত স্মৃতিচারণমূলক বই প্রকাশ হতে যাচ্ছে শীঘ্রই। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বারাক ওবামা জানান, আগামী নভেম্বরে ‘অ্যা প্রমিজড ল্যান্ড’-এর প্রথম খণ্ড প্রকাশিত হবে। বইটি দু’টি খণ্ডে প্রকাশিত হবে বলে ইতিমধ্যে জানা গেছে। নিউইয়র্ক টাইমসের খবর।

টুইটারে বারাক ওবামা তার বিবৃতিতে জানিয়েছেন, নভেম্বরের ১৭ তারিখ বইটি প্রকাশ হবে। অ্যা প্রমিজড ল্যান্ড প্রকাশ করছে মার্কিন প্রকাশনী সংস্থা পেঙ্গুইন র‍্যান্ডম হাউজ। তারা জানিয়েছে, প্রথম দিন থেকেই ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, চীনা, আরবি, চেক, ফিনিশ, ভিয়েতনামিজসহ ২৫টি ভাষায় প্রকাশিত হবে বইটি।

বিজ্ঞাপন

বারাক ওবামা তার বিবৃতিতে বলেন, একটি বই লেখা শেষ করার মতো অনুভূতি আর কিছুই হয় না। আমি এই বইয়ের জন্য গর্বিত। অ্যা প্রমিজড ল্যান্ড বইটিতে আমার নির্বাচনী প্রচারণা ও প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থার নির্মোহ বিচার করেছি।

বারাক ওবামার স্মৃতিচারণমূলক বইটির উচ্চ চাহিদা বিবেচনা করে প্রকাশনী সংস্থা পেঙ্গুইন র‍্যান্ডম হাউজ তাদের অধীন ছাপাখানা প্রতিষ্ঠান ক্রাউনকে ৩০ লাখ ইউএস এডিশন ছাপানোর নির্দেশ দিয়েছে। এ বিশাল সংখ্যক বই যুক্তরাষ্ট্রে ছাপাতে না পেরে ১০ লাখ কপি জার্মানির ছাপাখানায় প্রস্তুত করে ক্রাউন। তিনটি জাহাজে করে বইগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এ বইটি মার্কিন ইতিহাসে শ্রেষ্ঠ বেস্টসেলার হতে যাচ্ছে বলে আশা করছে পেঙ্গুইন।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট-গ্রহণ। এর দুই সপ্তাহ পরেই প্রকাশিত হতে যাচ্ছে ওবামার বইটি। এর আগে যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট হোয়াইট হাউজ ছাড়ার পর স্মৃতিচারণমূলক বই রচনা করেছেন। তবে এবার বারাক ওবামা তার বই প্রকাশে দুই বছর সময় নিলেন। যা অন্যান্য অনেক প্রেসিডেন্টের চেয়ে বেশি।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন। তিনি ওই বছরের ৪ নভেম্বরের জাতীয় নির্বাচনে জয়ী হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ২০১২ সালের ৭ নভেম্বর ডেমোক্র্যাটিক প্রার্থী মিট রমনিকে হারিয়ে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ২০১৭ সালে তার মেয়াদ শেষ হয়।

অ্যা প্রমিজড ল্যান্ড বারাক ওবামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর