প্রাণের মেলার স্পন্দনের অপেক্ষা… [ফটো স্টোরি]
৩০ জানুয়ারি ২০২০ ১৯:০৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫৮
দরজায় কড়া নাড়ছে অমর একুশে গ্রন্থমেলা। দুদিন পর শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের এই মেলা। বাংলা একাডেমী প্রাঙ্গণ ও সোহরোওয়ার্দী উদ্যানে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক-প্রকাশকরা। একদিকে শুরু হয়েছে বই সাজানো আবার অন্যদিকে কিছু কিছু স্টলে চলছে শেষ সময়ের সাজসজ্জা আর রঙ করার কাজ। বইমেলা প্রাঙ্গণের প্রস্তুতির ছবি তুলেছেনে সারাবাংলার মাল্টিমিডিয়া জার্নালিস্ট আব্দুল্লা আল মামুন এরিন