Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসরুর আরেফিন নিয়ে বিতর্কের অবসান চান হাসান আজিজুল হক


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৭

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: সম্প্রতি মাসরুর আরেফিনের উপন্যাস ‘আগস্ট আবছায়া’র শেষ প্রচ্ছদে জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের একটি বক্তব্য প্রকাশিত হয়। বক্তব্যের পর নানা মহলে আলোচনা হলে একটি বিবৃতি দেন তিনি।  ওই বিবৃতির পর মাসরুর  আরেফিনও একটি বিবৃতি দেন। এরপর সোমবার (২৫ ফেব্রুয়ারি) হাসান আজিজুল হক আরেকটি বিবৃতি দিয়েছেন। গণমাধ্যমে পাঠানে বিবৃতিতে মাসরুর আরেফিনের উপন্যাসের শেষপ্রচ্ছদের শুভেচ্ছাবাণী নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান চেয়েছে হাসান আজিজুল হক

বিজ্ঞাপন

বিবৃতিতে হাসান আজিজুল হক উল্লেখ করেন, ‘সম্প্রতি মাসরুর আরেফিনের উপন্যাস ‘আগস্ট আবছায়া’র শেষ প্রচ্ছদে আমার একটি বক্তব্য প্রকাশিত হয়েছে। এ নিয়ে বিভিন্নমুখী মন্তব্যের সময়ে আমি একটি বক্তব্য দেই। আমার এই বক্তব্য নিয়ে নানামুখী আলোচনার পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গে আমার সর্বশেষ বক্তব্য দিলাম।’

হাসান আজিজুল হক তার বিবৃতিতে বলেন, ‘যেকোনো অনুজ লেখকের প্রতিই আমার বিশেষ স্নেহ রয়েছে। এটি সাহিত্যসংশ্লিষ্ট সবারই কমবেশি জানা। এর মধ্যে প্রতিভাবান, পরিশ্রমী ও নতুন চিন্তার চর্চাকারী তরুণদের প্রতি আমার পক্ষপাত আছে।  মাসরুর আরেফিন নিঃসন্দেহে প্রতিভাবান, পরিশ্রমী ও নতুন চিন্তার লেখক। তার প্রতি অবশ্যই আমার পক্ষপাত রয়েছে।’

আরও পড়ুন: মাসরুর আরেফিনের ‘বানোয়াট মন্তব্যের’ প্রতিবাদ হাসান আজিজুল হকের

ফ্ল্যাপে শুভেচ্ছাবাণীর প্রসঙ্গে টেনে হাসান বলেন, ‘বিশ্বের বহু দেশের নানা ভাষায় প্রকাশিত গ্রন্থে ফ্ল্যাপসহ শেষ প্রচ্ছদে অগ্রজ লেখকদের মূল্যায়ন বা শুভেচ্ছাবাণী প্রকাশের রেওয়াজ রয়েছে। বাংলা ভাষাতেও এই প্রবণতা বিরল নয়। মাসরুর আরেফিনের উপন্যাস নিয়ে আমার যে বক্তব্য শেষ প্রচ্ছদে রয়েছে, তা এই মেধাবী লেখকের প্রতি আমার প্রবল স্নেহের প্রকাশ।  অগ্রজেরা তরুণদের আশীর্বাদ করে দুই হাত ভরেই দেবেন। এটাকে অন্যায় হিসেবে দেখার কিছু আছে বলে মনে করি না।’

বিজ্ঞাপন

 এই কথাসাহিত্যিক আরও বলেন, ‘‘মাসরুর আরেফিনের উপন্যাস প্রসঙ্গে আমার যে বিবৃতি প্রকাশ্যে এসেছে, তাতে অন্য যে প্রসঙ্গগুলো এসেছে, তা আমি অপ্রয়োজনীয় মনে করছি।  মাসরুর আরেফিনের জন্য আমার শুভকামনা বরাবরই আছে, সামনেও অব্যাহত থাকবে। মাসরুর আরেফিনের ‘আগস্ট আবছায়া’ উপন্যাসে উৎকীর্ণ আমার বক্তব্য নিয়ে এখন আমার আর কোনো আপত্তি নেই। এই নিয়ে আর কোনো বক্তব্য-পাল্টা বক্তব্য হোক, তা আমি চাই না। আশা করি, এই প্রসঙ্গে আর কোনো বাদ-প্রতিবাদ আমাকে শুনতে হবে না। ’’

এ বিষয়ে মাশরুর আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ নিয়ে কিছু বলতে চান না বলে জানান।

সারাবাংলা/এমএনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর