কলকাতায় শুরু হলো আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী
১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
কলকাতা: কলকাতার নিউটাউনে নজরুল তীর্থ আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। ডেস্টিনেশনের উদ্যোগে শুক্রবার (১ ফেব্রুয়ারি) শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী বাদল পাল ও বিশিষ্ট ভাস্কর মানিক তালুকদার। এ সময় ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।
ভারত থেকে উপস্থিত ছিলেন অরজিৎ সাহা, সুজয় সাধুখা, তারক নস্কর, চণ্ডীচরণ মন্ডল, পাপিয়া গুহ রায়, মৌমিতা মিত্র, প্রবীর সেন চৌধুরী ও বিধান চক্রবর্তী। বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন নেছার আহমেদ, শারমিন ইতি, আসলাম হোসেন, রাইসা মানিজা আক্তার, মো. শহীদুজ্জামান সুমন।
প্রদর্শনী পরিচালনার ভূমিকায় রয়েছেন ডেস্টিনেশনের কিউরেটর তারক নস্কর।
সারাবাংলা/এটি