Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় শুরু হলো আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী


১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

কলকাতা: কলকাতার নিউটাউনে নজরুল তীর্থ আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। ডেস্টিনেশনের উদ্যোগে শুক্রবার (১ ফেব্রুয়ারি) শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী বাদল পাল ও বিশিষ্ট ভাস্কর মানিক তালুকদার। এ সময় ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।

চিত্রকর্ম প্রদর্শনী

ভারত থেকে উপস্থিত ছিলেন অরজিৎ সাহা, সুজয় সাধুখা, তারক নস্কর, চণ্ডীচরণ মন্ডল, পাপিয়া গুহ রায়, মৌমিতা মিত্র, প্রবীর সেন চৌধুরী ও বিধান চক্রবর্তী। বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন নেছার আহমেদ, শারমিন ইতি, আসলাম হোসেন, রাইসা মানিজা আক্তার, মো. শহীদুজ্জামান সুমন।

প্রদর্শনী পরিচালনার ভূমিকায় রয়েছেন ডেস্টিনেশনের কিউরেটর তারক নস্কর।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর