Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন অমলকান্তির কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী


২৫ ডিসেম্বর ২০১৮ ১৫:০৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৬:১১

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৪।

বেশ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন নীরেন্দ্রনাথ। সম্প্রতি শরীর আরও খারাপ হতে শুরু করে। কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থার তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, সোমবার সকালে তাঁর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি নীরেন্দ্রনাথ।

১৯২৪ সালের ১৯ অক্টোবর অবিভক্ত ভারতের ফরিদপুরে জন্ম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রাথমিক পড়াশোনা সেখানকার পাঠশালায়। পরে ১৯৩০-এ কলকাতায় চলে যান। শহরের মিত্র ইনস্টিটিউশন, বঙ্গবাসী এবং সেন্ট পলস কলেজে পড়াশোনা। ১৯৫১ সালে আনন্দবাজার পত্রিকায় কাজে যোগ দেন।

কবির পাশাপাশি নীরেন্দ্রনাথ ছিলেন ছড়াকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গদ্যকার, গোয়েন্দা-গল্পকার, শিশুসাহিত্যিক, ভ্রমণ-কাহিনির লেখক, সম্পাদক এবং বানান-বিশেষজ্ঞ।

১৯৫৪ সালে ৩০ বছর বয়সে প্রকাশ পায় তাঁর প্রথম কবিতার বই ‘নীল নির্জন’। তারপর একে একে প্রকাশ পায় ‘অন্ধকার বারান্দা’, ‘নিরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’, ‘আজ সকালে’… অজস্র কবিতার বই। তার লেখা কবিতা ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল…’ বা ‘রাজা তোর কাপড় কোথায়…’ বাঙালির কাছে রীতিমতো প্রবাদে পরিণত হয়েছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর