জন্মদিনে সৈয়দ হকের শেষ কবিতার বই
২৭ ডিসেম্বর ২০১৭ ১৪:০৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:০৩
স্টাফ করেসপনডেন্ট
বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আজ ৮৩তম জন্মদিন। উদযাপন আর স্মরণের এই দিনে কবির শেষ কাব্যগ্রন্থ প্রকাশ করলো দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। গ্রন্থের নাম ‘উৎকট তন্দ্রার নিচে’। এটি সৈয়দ হকের ৫০তম মৌলিক কাব্যগ্রন্থ। কর্কট ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর লন্ডন ও ঢাকায় তার রোগশয্যায় কবি রচনা করেছেন এই গ্রন্থের বিভিন্ন কবিতা। গত শতকের পঞ্চাশ দশকে লেখা একটি অগ্রন্থিত কবিতাও আছে বইয়ে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম জানিয়েছেন, আগামী মাসের সুবিধাজনক কোনও সময়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে বইটি পাওয়া যাবে আজ থেকেই।
উল্লেখ্য বাংলাভাষার শক্তিমান লেখক সৈয়দ শামসুল হক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
সারাবাংলা/পিএম