রেজানুর রহমানের কিশোর উপন্যাস ‘আমাদের পিকলু বাবু’
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৫৪
প্রাণের মেলা ডেস্ক ।।
রেজানুর রহমান। লেখক, নাট্যকার ও সাংবাদিক। শিল্পাঙ্গনের অতি পরিচিত মুখ। নাটক পরিচালনার পাশাপাশি মাঝে মধ্যে অভিনয়ও করে থাকেন।
তবে রেজানুর রহমানের মূল পরিচয় তিনি লেখক এবং সাবাংদিক। দীর্ঘ দিন ধরে লেখালেখি করছেন। লিখছেন ছোট-বড় সবার জন্যই। তবে এবারের বইমেলায় তিনি লিখেছেন শুধুমাত্র ছোটদের জন্য। প্রকাশিত হয়েছে তার কিশোর উপন্যাস ‘আমাদের পিকলু বাবু’। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
কিশোর পাঠকদের জন্য লেখা ‘আমাদের পিকলু বাবু’ পাওয়া যাচ্ছে বইমেলায় কথাপ্রকাশের প্যাভিলিয়নে।
সারাবাংলা/পিএম