ইকরি-টুকটুকি-শিকু আর হালুমে জমজমাট শিশুপ্রহর
২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১২ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:০৬
বইমেলার শিশুপ্রহর ছিল আজ (শনিবার)। সকাল থেকেই তাই মেলাপ্রাঙ্গণ ছিল খুদে পাঠকে মুখরিত। এরই মধ্যে আবার শিশু চত্বরে এসে হাজির সিসিমপুরের জনপ্রিয় চার চরিত্র ইকরি, টুকটুকি, হালুম আর শিকু। তাদের পেয়ে তো ছোট্ট বন্ধুদের আনন্দ আর ধরে না। ছবিতে ছবিতে সেই আনন্দের খবর জানাচ্ছেন সুমিত আহমেদ।