আবুল বাসারের বিজ্ঞান বিষয়ক দুই বই
১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১১ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৪৯
প্রাণের মেলা ডেস্ক ।।
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের লেখা সর্বশেষ বই ‘ব্রিফ আনসারস টু দ্য বিগ কোয়েশ্চেনস’ বইটির অনুবাদ। বিজ্ঞান বিষয়ক এই বইটির বাংলায় নাম রাখা হয়েছে ‘বড় প্রশ্ন ছোট উত্তর’। বইটির ভাষান্তর করেছেন সাংবাদিক, লেখক ও অনুবাদক আবুল বাসার।
জীবনের শেষ দিন পর্যন্ত নিজের গবেষণা আর লেখালেখি চালিয়ে গেছেন হকিং। সেই সাথে ব্যস্ত ছিলেন নিজের শেষ বইয়ের পাণ্ডুলিপি নিয়েও। কিন্তু বইটি পুরোপুরি শেষ করে যেতে পারেননি। হকিংয়ের মৃত্যুর পর তার পরিবারের সদস্য এবং বন্ধুরা কাজটি শেষ করেন। এ কাজে যুক্ত ছিলেন কিপ থর্ন, পল ডেভিস, মাটিন রিসসহ অনেক বিজ্ঞানী। ২০১৮ সালের জুলাইয়ে বইটি ‘ব্রিফ আনসারস টু দ্য বিগ কোয়েশ্চনস’ শিরোনামে প্রকাশিত হয়েছে। সারা জীবন তিনি বড় বড় প্রশ্ন নিয়ে ভেবেছেন। সেসবের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। এ বই হকিংয়ের এসব চিন্তা এবং গবেষণার সংকলন। ‘বড় প্রশ্ন ছোট উত্তর’ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
আবুল বাসারের অনুবাদে আরও একটি বিজ্ঞান বিষয়ক বই এসেছে মেলায়। বিজ্ঞানী নীল ডিগ্র্যাস টাইসনের লেখা ‘অ্যাস্ট্রোফিজিকস ফর পিপল ইন আ হারি’ শিরোনামের বইটির বাংলা অনুবাদ এটি। ‘ঝটপট জ্যোতিঃপদার্থবিদ্যা’ নামের বইটিতে তার সহ-অনুবাদক ছিলেন উচ্ছ্বাস তৌসিফ।
নীল টাইসনের বইটি ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশের পর কয়েক সপ্তাহ বেস্টসেলার তালিকায় ছিল। মূলত জ্যোতির্বিদ্যা ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের আধুনিক আবিষ্কার সম্পর্কে সাধারণ মানুষের কৌতুহল মেটাতে বইটি লিখেছিলেন জনপ্রিয় টেলিভিশন সিরিজ কসমস-খ্যাত জ্যোতিঃপদার্থবিদ নীল টাইসন। সাধারণের পাশাপাশি সব শ্রেণির মানুষের ভাল লাগবে সহজ-সরল ভাষায় লেখা ‘ঝটপট জ্যোতিঃপদার্থবিদ্যা’। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি।
সারাবাংলা/পিএম