Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল্লাহ আল মুক্তাদিরের গল্প সংকলন ‘দুনিয়া’

সারাবাংলা ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৬

এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আব্দুল্লাহ আল মুক্তাদিরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দুনিয়া’। প্রকাশক চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত। বইমেলায় ৬৫-৬৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কে আব্দুল্লাহ আল মুক্তাদির বলেন, “২০২০ এর জুলাই থেকে ২০২২ এর মার্চ পর্যন্ত লেখা দশটি গল্পের সংকলন ‘দুনিয়া’। এটি আমার পঞ্চম বই, তৃতীয় ফিকশন। কাহিনিগুলো আসলে আমাদের জীবনের অনিবার্য জটিলতাগুলোকে সহজ করে বলতে চেয়েছে। ন্যারেশন কখনও বাস্তবধর্মী, কখনও ফ্যান্টাসিনির্ভর আবার কোন কোন সময় দুইটার কোনটাই না। দুই জগতের মাঝমাঝি নতুন আরেকটা দুনিয়ার ছবি পাওয়া যায় বরং।”

বিজ্ঞাপন

আর বইয়ের ফ্ল্যাপে বলা হয়েছে, “অজস্র একলা আলাপের পর, বহুদিনের গভীর চিন্তার ফলে, মানুষটার মনে বেশ শক্ত একটা ধারণা জন্মেছে। তার বিশ্বাস দুনিয়া কেবল নিজে দেখার জিনিস, অন্য কাউকে কোনমতেই তা দেখানো সম্ভব না। কিন্তু উত্তর মিললেই তো আর প্রশ্ন নাই হয়ে যায় না। বরং এই উত্তর আরও জটিল, জমাট হয়ে নতুন নতুন জিজ্ঞাসার জন্ম দেয়। অস্থির মগজ আরও অস্থির হয়ে ওঠে। সবাই কি তার মতো নিজের দুনিয়া নিজে দেখে? একেকজনের দুনিয়া কি একেকরকম? প্রত্যেকেই কি দিনশেষে হতবাক, অসহায়? যতখানি যা দেখে, তার এক অক্ষরও কেউ মুখে প্রকাশ করতে পারে না?”

আব্দুল্লাহ আল মুক্তাদির -এর জন্ম সিরাজগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে এখন শিক্ষকতা করছেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে। দৈনিক সংবাদের সাহিত্য পাতায় ছোটগল্প ও কবিতা প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ ২০১০ সালে। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘অন্য গাঙের গান, সমুদ্রসমান’ (২০১৬) ও ‘যুদ্ধ যুদ্ধ রুদ্ধ দিন’ (২০২০), গল্পগ্রন্থ ‘বছরের দীর্ঘতম রাত’ (২০১৯) ও উপন্যাস ‘গডেস অভ অ্যামনেশিয়া’ (২০২২)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আব্দুল্লাহ আল মুক্তাদির দুনিয়া বইমেলা ২০২৩

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর