Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইস নূরের ‘পিহুর জন্মদিনে ডাইনোসরের উপহার’

সারাবাংলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৫

কথাসাহিত্যিক নাইস নূর শিশুদের জন্য নতুন একটি বই লিখেছেন। বইটির নাম ‘পিহুর জন্মদিনে ডাইনোসরের উপহার ’। প্রচ্ছদ করেছেন সাবাহ সুমাইয়া। মূল্য ১০০ টাকা।প্রকাশ করেছে হুল্লোড়। এবার অমর একুশে বইমেলায় শিশু চত্বর (৭১৮ নং স্টল) হুল্লোড়ে এবং সাহস পাবলিকেশন্সে (৩৮৭-৩৮৮)বইটি পাওয়া যাবে।

নাইস নূরের এটি ১২তম বই। এ বিষয়ে তিনি বলেন, ‘সাদমান, জেবা, মণিকা, ব্লাইন্ড প্রিন্সেসের মতো আমার লেখা নতুন একটি চরিত্র পিহু।বিগত কয়েক বছরে ডাইনোসরের প্রতি শিশুদের আগ্রহ দেখে বইটি লিখেছি। আশা করছি, শিশুদের বইটি ভালো লাগবে।’

বিজ্ঞাপন

‘পিহুর জন্মদিনে ডাইনোসরের উপহার ’ ছাড়া্ও হুল্লোড়ে পাওয়া যাবে নাইস নূরের লেখা আরও তিনটি বই ‘জেবার প্রিয় বারবি ডল’, ‘অ এর প্রিয় বন্ধ ঔ’ এবং ‘ফেসবুকে ভূত মামার ফ্রেন্ড রিকোয়েস্ট’।

নাইস নূর দীর্ঘ ১২ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছেন।শিশুসাহিত্য লেখার পাশাপাশি টিভি নাটক্ও লিখছেন। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ‘মেঘ, বৃষ্টি অতঃপর’, ‘অনলাইনে রাইসা ভাবী’, ‘চাঁদের পালকী’ ও ‘অভিমান খুঁনসটি’।’

সারাবাংলা/এজেডএস

নাইস নূর পিহুর জন্মদিনে ডাইনোসরের উপহার বইমেলা ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর