সাজুর কবিতার বই ‘সময়’-এর মোড়ক উন্মোচন
২৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৫ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩২
মোড়ক উন্মোচন করা হয়েছে সাংবাদিক সাজেদা পারভীন সাজুর লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘সময়’-এর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলার মঞ্চে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম এ খালেদ হোসেন, এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ও জিটিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান।
এ সময় বক্তারা বলেন, বহমান এ সময়ের প্রাণবন্ত উপস্থাপন করা হয়েছে সাজেদা পারভীন সাজুর প্রথম কাব্যগ্রন্থ ‘সময়’-এ। এছাড়া তারা কাব্যগ্রন্থটির প্রশংসা ও সাফল্য কামনা করেন।
কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে স্টুডেনট ওয়েজ, পাওয়া যাচ্ছে ২০ নম্বর প্যাভিলিয়নে। বইটির প্রচ্ছদ করেছেন আবু হোসেন।