বইমেলায় অপূর্ণ রুবেলের বই ‘প্রযত্নে হারুন ভাই’
২২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৪ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৫
অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেলের তৃতীয় বই ‘প্রযত্নে হারুন ভাই’। হারুন ভাই মূলত ফেসবুকে জনপ্রিয় হওয়া একটি চরিত্র। যাকে দেশ, সমাজ, পরিবার নিয়ে নানা প্রতিবাদী মন্তব্য ও নানা ধরনের সমস্যার দারুন সব সমাধান দিতে দেখা যায়।
হারুন ভাইয়ের সঙ্গে লেখক অপূর্ণ রুবেলের এরকম ছোট ছোট আলাপচারিতার গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। কালো প্রকাশনীর ২১৭ নম্বর স্টলে পাওয়া যাবে ‘প্রযত্নে হারুন ভাই’।
২০১০ সালে উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে লেখকের প্রথম বই ‘ঘন্টার হিসেবে একটি ভালো না বাসার গল্প’। ২০১৭ সালে দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয় সাপ্তাহিক ২০০০ এ প্রকাশিত নির্বাচিত ফিচার নিয়ে বই ‘বিচিত্র যত মুখ।