Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় তাজবীর সজীবের দুই বই, ‘গণমাধ্যমের গন্তব্য’ ও ‘অধিকার’


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৩ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৫

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের দুই বই। এরমধ্যে একটি মৌলিক গল্পগ্রন্থ অন্যটি সম্পাদিত গ্রন্থ।

গণমাধ্যমের বিভিন্ন প্রয়োজনীয় ও সময়ের উপযোগি তাত্ত্বিক বিষয় নিয়ে তাজবীর সজীব সম্পাদনা করেছেন ‘গণমাধ্যমের গন্তব্য’। আর মৌলিক গল্পগ্রন্থের নাম ‘অধিকার’। দৈনিক অধিকারের ব্যবস্থাপনায় বই দুটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী।

‘গণমাধ্যমের গন্তব্য’ গ্রন্থটিতে লিখেছেন বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎদের অন্যতম অধ্যাপক সাখাওয়াত আলী খান; গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের অন্যতম কর্ণধার শাইখ সিরাজ; মাছরাঙ্গা টেলিভিশনের হেড অফ নিউজ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়্যারম্যান রেজোয়ানুল হক; জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম; জাগো নিউজ ২৪ এর ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার; চ্যানেল আইয়ের নিউজ এডিটর আদিত্য শাহীন; এসএ টিভির নিউজ এডিটর রনজক রিজভী; চ্যানেল আই ডিজিটাল এবং ইউটিবের প্রধান আসাদ ইসলাম;  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান; যমুনা এবং মোহনা টেলিভিশনের সাবেক চিফ নিউজ এডিটর সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ; আরটিভি অনলাইনের প্রধান দায়িত্বশীল আবদুল হাকিম চৌধুরী; সাংবাদিক এবং কলামিস্ট মীর আব্দুল আলীম; প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান; দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক; আরটিভি অনলাইনের ডেপুটি নিউজ এডিটর মাজহার খন্দকার, মফস্বল সাংবাদিক নজরুল ইসলাম শুভ এবং কাজী মো. কামাল হোসেন; তরুণ লেখক ও কলামিস্ট ওয়াহেদ সবুজ এবং মাহবুব নাহিদ; তরুণ সাংবাদিক ও লেখিকা নিশীতা মিতু এবং দৈনিক অধিকারের সহযোগী সম্পাদক গোলাম যাকারিয়া।

বিজ্ঞাপন

এছাড়া শিক্ষাবিদদের চোখে গণমাধ্যমকে দেখার চেষ্টা স্বরূপ অংশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ; ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী স্যার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সোসাইটির সভাপতি ড. এস এম ইমামুল হক; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ড. মেহেদী আহমেদ আনসারী।

‘গণমাধ্যমের গন্তব্য’ নিয়ে বইটির সম্পাদক ও দৈনিক অধিকার সম্পাদক তাজবীর সজীব বলেন, ‘দৈনিক অধিকারের ব্যবস্থাপনায় এবং আমার সম্পাদনায় গণমাধ্যম নিয়ে বড় কলেবরের গ্রন্থ ‘গণমাধ্যমের গন্তব্য’। বইটিতে গণমাধ্যমের যাবতীয় বিষয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। বইটি গণমাধ্যম বিষয়ক নতুন এবং পুরনো ভাবনার খোরাক মেটানোর পাশাপাশি নতুন ভাবনার দ্বার উন্মোচিত করবে।’

অন্যদিকে তাজবীর সজীবের গল্পগ্রন্থ ‘অধিকার’ এ আছে ভিন্ন স্বাদের অনেকগুলো গল্প। বই দুটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার ঘাসফুল প্রকাশনীর ৪৬৩ নম্বর স্টলে এবং লিটল ম্যাগের ১০১ নম্বর স্টলে।

নতুন বইয়ের মলাট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর