Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় নাইস নূরের Blind Princess with the Bengal Tiger


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৪ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৭

আবারও ব্লাইন্ড প্রিন্সেসকে নিয়ে বই লিখলেন নাইস নূর। ইংরেজিতে লেখা রূপকথার বইটির নাম ‘Blind Princess with the Bengal Tiger’।

এবারের অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে ঝিঙেফুল। বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ যৌথভাবে করেছেন আরাফাত বসনিয়া এবং সাবাহ সুমাইয়া সিদ্দিক সাদিয়া।

এর আগে ব্লাইন্ড প্রিন্সেসকে নিয়ে নাইস নূর লিখেছিলেন ‘A Tale Of the Blind Princess’ এবং ‘ Blind Princess and the Fairy’।

এবারের বইটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সুইডিশ কিশোরী অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গকে উৎসর্গ করেছেন নাইস নূর।

শিশু কিশোরের জন্য নিয়মিত লিখছেন নাইস নূর। তার লেখা উল্লেখ্যযোগ্য বইগুলো হল- ‘কার্টুনের দেশে মনিকা’, ‘সাদমানের ক্রিকেটার বন্ধু, ‘জেবার প্রিয় বারবি ডল, ‘শুন্ডু ভূতের পাঁচকন্যা’ ও ‘না ছোঁয়ার স্পর্শ’।

নতুন বইয়ের মলাট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর