Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় মাজেদুল নয়নের কিশোর উপন্যাস ‘হাউজ টিউটর’


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৮

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাজেদুল নয়নের প্রথম উপন্যাস ‘হাউজ টিউটর’। বইটি প্রকাশ করেছে, পুথিনিলয় প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন, চারু পিন্টু।

হাউজ টিউটর এই শহরের গৃহশিক্ষকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে। এই গৃহশিক্ষক চরিত্রের সঙ্গে সমাজের আরও অনেকগুলো চরিত্রও তাদের মুখোশ উন্মোচন করে এগিয়ে এসেছে এই উপন্যাসে।

লেখার ক্ষেত্রে খেয়াল রাখা হয়েছে, পাঠক যেন সহজে পড়তে পারেন। পাঠককে খুব বেশি ভাবনায় রাখা হয়নি। একেবারেই সহজ পাঠ। এই শহরের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন উচ্চবিত্ত বা মধ্য উচ্চবিত্ত অথবা উচ্চবিত্ত, এই ধরনের অর্থনীতিকে ছুঁয়েছে। চরিত্রগুলো নিজেদের সঙ্গে নিজেরা দ্বন্ধে লিপ্ত হয়েছে। অপ্রত্যাশিত হিসেবে নিজেরাই নিজেদের তৈরী করেছেন এবং খুঁজে পেয়েছেন।

বইমেলায় পুথিনিলয়ের ২ নম্বর প্যাভিলিয়ানে বইটি পাওয়া যাচ্ছে।

মাজেদুল নয়নের আগের দুটি ভ্রমণ কাহিনী- সিংহ শহরের দিনরাত এবং উইথ আউট বর্ডারও পাওয়া যাচ্ছে পুথিনিলয় প্রকাশনীতে।

নতুন বইয়ের মলাট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর