Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহানারা পারভীন শিখা’র ‘অনুভূতির ছোঁয়া কথা ও কবিতায়’


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৯

মানুষ তার মনের অনুভূতিগুলো নানাভাবে নানা মাধ্যমে প্রকাশ করে। এমনই কিছু হৃদয়স্পর্শী অনুভূতি মলাটবদ্ধ হয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ‘অনুভূতির ছোঁয়া, কথা ও কবিতায়।’

শাহানারা পারভীন শিখা লেখক হিসেবে নতুন হলেও তার শব্দচয়ন, উপস্থাপনার ধরন এবং ঘটনাবলী হৃদয়স্পর্শী। তার অনুভূতিগুলো মানুষকে স্পর্শ করে। সামনে বসে গল্প শোনানোর ঢঙে তিনি বলে গেছেন তার একান্ত অনুভূতিগুলোর কথা।

বিজ্ঞাপন

‘অনুভূতির ছোঁয়া কথা ও কবিতায়’ প্রকাশ করেছে কলম প্রকাশনী। পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় ৫৫২ নম্বর কলম প্রকাশনীর স্টলে।

শাহানারা পারভীন শিখা তার বইটিতে জীবনের ছোট-ছোট ভালোলাগা ভালোবাসা আর কথাগুলো হৃদয় ছুঁয়ে লেখার রূপ দিয়েছেন। লেখকের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো মূলত লেখার উপজীব্য। তার দেখা সমাজের নানা চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কখনো কথায় আবার কখনো কবিতায়।

নতুন বইয়ের মলাট বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর