বইমেলায় আবু নাছের টিপু’র দ্বিতীয় উপন্যাস ‘পাললিক মন’
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৮ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪১
গল্পটির অংকুরোদগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণময় ক্যাম্পাসে, এরপর ডালপালা গজায়। কেউ নিজেকে দুমড়ে মুচড়ে গড়ে, কেউ ক্ষয়ে যায় আপন অন্তপুরে। প্রেম, বিরহের আড়ালে সমাজমানস, গলিত-দলিত মূল্যবোধ কড়া নাড়ে, আবার কখনো উপহাসের নামতা পড়ে। অনিবার্য গন্তব্য যখন হয়ে উঠে পথনকশা তখনও প্রেমের ধ্রুপদী সুর ভজে পরিযায়ি মন। আর এসব নিয়ে বিস্তৃত থই থই জলরাশির মাঝে ছোট্ট একখন্ড মায়াময় দ্বীপ ‘পাললিক মন’।
আবু নাছের টিপু’র দ্বিতীয় উপন্যাস। প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। ‘পাললিক মন’ প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলার সোহরাওয়ার্দি উদ্যানের ৩৩নং প্যাভেলিয়নে পাওয়া যাচ্ছে উপন্যাসটি।
প্রেম ভালোবাসার আড়ালে লেখক নিপুন দক্ষতায় তুলে এনেছেন জীবনের ফলিত দিক, সুখ দু:খের রোজনামচা।সম্পর্কের এপিঠ ওপিঠ। পলিমাটির মতো মনগুলো নমনীয়তা হারায় সময়ের ঝড়ে। মিথোজীবি মানুষগুলো অ্যামিবার মতো বদলায় নিজেকে। একসময় নিজের কাছে নিজেই হয়ে পড়ে অচেনা।ক্যাম্পাসের সবুজে মন দেয়া নেয়া চলে। যাপিত জীবনের সম্পর্কগুলো কখনো ছুটে চলা শরতের মেঘের মত, কখনো শীতকাতর পৌষসন্ধ্যা। জীবন কখনো কিশোরীর চুলে বাঁধা লাল ফিতে, কখনো রোদচশমা দিয়ে দেখা বায়োস্কোপ।
লেখক আবু নাছের টিপু একজন সরকারি চাকুরে। বিসিএস তথ্য ক্যাডারের বিশতম ব্যাচের একজন। বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা।