মেসবাহ য়াযাদের ‘সরল স্বীকারোক্তি’
১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৮ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪১
বইমেলায় প্রকাশিত হয়েছে মেসবাহ য়াযাদের ‘সরল স্বীকারোক্তি’। বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র।
মানুষের মন রহস্যময়। ঘন্টায় ঘন্টায় মনের রঙ বদলায়। সে রঙে কখন যে কোনটা ঠাঁই পায়, বলা মুশকিল। সকালে সাদা ভালো লাগেতো বিকেলে নীল। দুপুরে কটকটে লালতো রাতে হলুদ।
কিশোর বয়সে একজনকে ভালো লাগে। তরুন বয়সে আরেকজনকে। দীর্ঘদিনের পছন্দের মানুষটিও অনেক সময় অসহনীয় হয়ে পড়ে।
এই যে মানুষের মনের নানান রঙ তাকে উপজীব্য করেই এগিয়েছে সরল স্বীকারোক্তির গল্প।
সরল স্বীকারোক্তি বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী বিপুল শাহ।