বইমেলায় সাইফুুল ইসলাম জুয়েলের নতুন ৩ বই
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৪ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪৩
অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক ও সংবাদকর্মী সাইফুল ইসলাম জুয়েলের নতুন তিনটি বই।
মায়াবৃত্ত, রোমান্টিক-থ্রিলারধর্মী উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ। অনিন্দ্য প্রকাশের ৩১ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।
মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ’একাত্তরের ফার্স্টবয়’। প্রকাশ করছে পরিবার পাবলিকেশন্স (স্টল নম্বর ২৭০)। বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন ও ভেতরের অলঙ্করণ করেছেন সৈয়দ ইরফান আহমেদ।
দুই উপন্যাসের বাইরে সাইফুল ইসলাম জুয়েল সম্পাদিত একটি গ্রন্থও প্রকাশের অপেক্ষায় আছে। ‘এফ এফ’ শীর্ষক বইটি মূলত একটি সায়েন্স ফিকশন গল্প সংকলন। বইটির প্রাপ্তিস্থান বইমেলার বইপুস্তক প্রকাশনের ৭২৪ নম্বর স্টল। এই সংকলনে হুমায়ূন আহমেদ, ড. মুহম্মদ জাফর ইকবাল, মোশতাক আহমেদসহ হালের প্রায় সকল সায়েন্স ফিকশন লেখককে মলাটবন্দী করেছেন সম্পাদক।