মোস্তফা হোসেইন-এর মুক্তিযুদ্ধ বিষয়ক দুই কিশোর গ্রন্থ
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪৩
মোস্তফা হোসেইন দীর্ঘদিন ধরে গবেষনা করছেন মুক্তিযুদ্ধ নিয়ে। বিশিষ্ট এই গবেষক, লেখকের এর মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি কিশোর গ্রন্থ প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়।
একটি বই মুক্তিযুদ্ধের বীর কিশোর যোদ্ধাদের নিয়ে। নাম- আমাদের বীর কিশোরেরা। বইটি প্রকাশ করেছে আলোর ভুবন। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ করিগর।
অন্য বইটি গল্পের। প্রকাশ করেছে হাতেখড়ি। নাম ‘মুক্তিযুদ্ধ নির্বাচিত কিশোর গল্প’। এই বইটির প্রচ্ছদ করেছেন উত্তম সেন।
মোস্তফা হোসেইন জানিয়েছে, সবকিছু গুছিয়ে আনতে পারলে আরও দু-একটি বই মেলার মাঝামাঝি প্রকাশিত হতে পারে।