গ্রন্থমেলায় জামশেদ নাজিমের ‘আবেগের জলডুবি’
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৫ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪৪
এবারের গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে সাংবাদিক জামশেদ নাজিমের নতুন উপন্যাস ‘আবেগের জলডুবি’। আবেগের জলডুবি বইটি রোমান্টিক থ্রিলার ধাঁচের। প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। এটি লেখকের তৃতীয় উপন্যাস।
‘আবেগের জলডুবি’ উপন্যাসটিতে লেখক তার অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। উপন্যাসের পুরোটাজুড়ে বারবার তৈরি হয়েছে সাসপেন্স। যা পাঠককে বাধ্য করবে পড়তে।
ব্যক্তিগত জীবনে লেখক জামশেদ নাজিম দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জিটিভিত কাজ করেন।
‘আবেগের জলডুবি’ বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।