মেলায় শিপা সুলতানার `পালকের ব্লাউজ’
১১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪৮
বইমেলায় প্রকাশিত হয়েছে শিপা সুলতানার গল্পের বই ‘পালকের ব্লাউজ’। বইটির প্রকাশক চন্দ্রবিন্দু প্রকাশন।
শিপা সুলতানা তার গল্প ও গল্পভাবনা নিয়ে জানান, “একটা বিন্দু ধরে শুরু করি। কথার পিঠে কথা আসে, যেহেতু গল্প, গল্পই তো বলতে চাইছি। আমার ভেসে থাকার স্বভাব। স্বপ্নে প্রায়ই আমি ভেসে থাকি। যখন লিখতে বসি, খানিকটা হলেও ভাসমান থাকি। চরিত্রগুলোকে সেভাবে ছেড়ে দিই। ভাসতে ভাসতে তাদের যেখানে ইচ্ছা যাক। আমি প্রচুর কথা বলি, যখন বলি সবাই শুনে এবং গল্প বলা শেষ হলে বলে মিথ্যে মিথ্যে বলেছি। আমি কেনো মিথ্যে মিথ্যে বলতে যাবো? আমি যা দেখি, যেভাবে দেখি, বস্তুর ভারসাম্য, রঙের তারতম্য, সেভাবেই তো বর্ণনা দেব। যখন কথা বলি না, তখন লিখি, নিজের জন্য। নিজের সাথে নিজের কথা বলার মতো। লেখা শেষ হলে ভাবি গোপন এই কথাগুলো কি কাউকে বলা যায় না? তখনি কেবল পাঠকের কথা মনে হয়।”
‘পালকের ব্লাউজ’- এর প্রচ্ছদ করেছেন হাজী যুবাইর মাহমুদ। গল্পের বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশন-এর ৬০৭ নম্বর স্টলে।