নাসরীন মুস্তাফার ‘রাজা কেন গাছ লাগান?’
১১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২০ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪৮
ছোটদের জন্য দীর্ঘ দিন ধরে লিখছেন নাসরীন মুস্তাফা। এবারের বইমেলায়ও প্রকাশিত হয়েছে তার নতুন বই। বইয়ের নাম ‘রাজা কেন গাছ লাগান’।
রাজা কেন গাছ লাগান? শুধু কি রাজা? পুরো রাজ্যের সবাই গাছ লাগাতে ব্যস্ত। কারণ কি জানতে হলে পড়তে হবে মজার বই ‘রাজা কেন গাছ লাগান?’
নাসরীন মুস্তাফার বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইমেলায় বইটি পাওয়া যাবে ইত্যাদির ১০ নম্বর প্যাভিলিয়নে। বইটির মন মাতানো প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বিপ্লব চক্রবর্তী।