Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় অদ্বৈত মারুতের পাঁচটি শিশুতোষ গল্পের বই


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১০ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪৮

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে অদ্বৈত মারুতের পাঁচটি শিশুতোষ গল্পের বই। বইগুলো হচ্ছে ভূতু কুতু আর তুমি, মেঘের মেয়ে বৃষ্টি, টুটলু ও কুড়িয়ে পাওয়া বিড়ালছানা, হাসির ফেরিওয়ালা, নীলকুঠি পুকুর।

‘ভূতু কুতু আর তুমি’ বইটি প্রকাশ করেছে আলোঘর প্রকাশনী। বইমেলায় স্টল নং ২৭২-৭৩-৭৪। মূল্য ৮০ টাকা। ‘মেঘের মেয়ে বৃষ্ট ’র প্রকাশক কালান্তর। বইটির গল্পের সঙ্গে পৃষ্ঠায় পৃষ্ঠায় মজার ছবি এঁকেছেন শিল্পী বিপ্লব চক্রবর্ত্তী।

বিজ্ঞাপন

শিশু গ্রন্থকুটির থেকে প্রকাশিত হয়েছে ‘টুটলু ও কুড়িয়ে পাওয়া বিড়ালছানা’। ব্ইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন। ‘হাসির ফেরিওয়ালা’ বইটি পাওয়া যাচ্ছে বইপুস্তক স্টল। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আলমগীর জুয়েল।

দেশ পাবলিকেশন্স প্রকাশ করেছে গল্পের বই ‘নীলকুঠি পুকুর’। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছে আলমগীর জুয়েল।

অদ্বৈত মারুত নতুন বইয়ের মলাট প্রাণের মেলা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর