Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় শেখ আনোয়ারের বিজ্ঞান বিষয়ক ৪ বই


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৮ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪৯

অমর একুশে গ্রন্থমেলায় জনপ্রিয় বিজ্ঞান লেখক শেখ আনোয়ারের চারটি নতুন বই প্রকাশিত হয়েছে। বই ৪টি শিশুদের সায়েন্স প্রজেক্ট বই।

এরমধ্যে অনন্যা প্রকাশনী ছোটদের জন্যে এনেছে দু’টো বই- বিজ্ঞানের সহজ খেলা এবং ছোট হাতে বিমান বানাই। শোভা প্রকাশ থেকে এসেছে- পানি দিয়ে বিজ্ঞান খেলি এবং বুদ্ধি বাড়ায় ডিজিটাল ধাঁধা। ব

বইগুলোর যে কোনটি পড়ে শিশুরা সহজে পাওয়া যায় এমন পরিচিত ফেলনা জিনিস দিয়ে বিজ্ঞানের বেশ কিছু সহজ সাধারণ কাজ নিজ হাতে করতে পারবে। সহজে সায়েন্স প্রজেক্টগুলো তৈরির জন্য বইগুলোতে প্রয়োজনীয় চিত্র ও ডায়াগ্রাম দেয়া রয়েছে। বিজ্ঞান প্রজেক্টগুলো খেলার নির্মল আনন্দ দেবার পাশাপাশি বিজ্ঞান নামক জটিল বিষয়ের সঙ্গে শিশুদের ঘনিষ্টতা বাড়াবে। বইয়ে বর্ণিত সায়েন্স প্রজেক্টগুলোর বৈজ্ঞানিক মূলনীতির মধ্যে উপভোগ করার মতো অদ্ভূত সৌন্দর্য আবিষ্কার করে সাধারণ পাঠক অভিভূত হবেন।

উল্লেখ্য শিশুদের মাঝে বিজ্ঞানকে সহজ ও জনপ্রিয়করণের কাজে নিবেদিত শেখ আনোয়ার। শিশু সাহিত্য ও বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে লেখালেখি করছেন প্রায় দুই যুগ ধরে।

নতুন বইয়ের মলাট প্রাণের মেলা শেখ আনোয়ার

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর