বইমেলায় হক ফারুক আহমেদের দুই নতুন বই
৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫৩
বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক হক ফারুক আহমেদের দুটি নতুন বই। পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশ করেছে তার প্রথম গল্পগ্রন্থ ‘শহরে দেবশিশু’।
এছাড়া অন্যপ্রকাশ থেকে এসেছে লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মেঘদরিয়ার মাঝি’।
শহরে দেবশিশু গল্পগ্রন্থে স্থান পেয়েছে সাতটি গল্প। গল্পগুলো গ্রামীন ও শহরে প্রেক্ষাপটে লেখা।
মেঘদরিয়ার মাঝি কাব্যগ্রন্থে স্থান পেয়েছে ৭২টি কবিতা। প্রেমময় শব্দ ও কাল্পনিকতার আশ্রয়ে প্রকৃতি ও প্রেমের কবিতা লিখেছেন তিনি।