বইমেলায় বিধান রিবেরুর নতুন দুই বই
৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫৫
একুশে গ্রন্থমেলায় এ বছর প্রকাশিত হয়েছে বিধান রিবেরুর দুটি নতুন বই। একটি অণুগল্পের সংকলন “আফসানা” অন্যটি দিনলিপির সংকলন “সিনেমা সফর”।
“আফসানা” বইটি বেরিয়েছে কথা প্রকাশ (প্যাভিলিয়ন ৯) থেকে। এই বইতে ৭১টি অণুগল্প আছে। গল্পের বিষয় হিসেবে লেখক প্রধানত বেছে নিয়েছেন সমকালের রাজনৈতিক সংকট ও টানাপোড়েনকে। এই গ্রন্থে সংকলিত বেশিরভাগ গল্পই দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত।
“সিনেমা সফর” বইটি বের করেছে স্বরে-অ প্রকাশনী (পাওয়া যাবে ঐতিহ্যের ১৪ নম্বর প্যাভিলিয়নে)। লেখক গত বছর ভারতের পুনেতে অবস্থিত বিখ্যাত ফিল্ম ইন্সটিটিউট এফটিআইআইতে পড়তে যান। সেখানে পাঠকালে তিনি যেসব শিক্ষকের দেখা পেয়েছেন, তাঁদের সম্পর্কে এবং শহরের নানা দর্শনীয় স্থান ও খাবার-দাবার নিয়ে ফেসবুকে নিয়মিত জার্নাল লেখেন ‘পুনের পাঁচালী’ নামে। সেটিই এবারের বইমেলায় একটু পরিবর্ধিত হয়ে বেরুচ্ছে “সিনেমা সফর” নামে। সচিত্র এই বইতে পাঠক সিনেমা ও শহর দুই জায়গাতেই পরিভ্রমণের স্বাদ পাবেন।
চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ বা কলামের বাইরে এসে দুটি ভিন্ন ধরনের বই প্রকাশ সম্পর্কে বিধান রিবেরু বলেন, ‘শিল্পের গুণ হলো তার তারল্য। তাই যখন যে কথা প্রকাশে যে মাধ্যমকে যুৎসই মনে হয়েছে, আমি সেটাকেই গ্রহণ করেছি। যে কথা রাজনৈতিক কলাম লিখে আর হচ্ছিল না, সেগুলো রূপ নিয়েছে গল্পে। আর আর যেসব কথা প্রবন্ধের রূপ পায় না, কিন্তু স্বাদু গদ্য হয়ে ওঠে, তা দিয়েই তৈরি হয়েছে একটি জার্নালের বই।’
কথা ও ঐতিহ্য ছাড়াও রোদেলা, প্রকৃতি ও চৈতন্য প্রকাশনীতে বিধান রিবেরুর বিগত বছরে প্রকাশিত অন্যান্য বই পাওয়া যায়।