Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল ডিসেম্বর ২২, ২০১৭, শুক্রবার


২২ ডিসেম্বর ২০১৭ ০৯:১৯

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

পরিবারকে সময় দিন। দিন শেষে তারাই আপন।

 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

আপনি এত ইমোশনাল কেন? এত এত আঘাত পেলেন, তবু মনটা তেমন নরমই রয়ে গেছে। একটু শক্ত হোন।

 

মিথুন (২২ মে – ২১ জুন)

প্রেমিক/প্রেমিকাকে মিথ্যে বলবেন না। ধরা খেলে সমূহ বিপদ, বলে দিলাম কিন্তু।

 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

প্রাক্তনের সাফল্য শুনে বিরক্ত হবেন না। যে দিন গেছে, একেবারেই কি গেছে?

 

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট)

ব্যবসা আপনারে দিয়ে হবে না রে ভাই। বাদ দেন।

 

কন্যা  (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

চাকরিতে যাদের উন্নতি হয় না বলে হতাশায় ভোগেন, তারা মনে রাখবেন, সবুরে মেওয়া ফলে।

 

 

তুলা  (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

আপনি খুব সুন্দর। মনে এবং চেহারাতেও। এখন শরীরের যত্নটাও নিন।

 

বৃশ্চিক  (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

যাকে দেখতে পারেন না, তার চলন বাঁকাই লাগবে। একটু ধৈর্যশীল হোন।

 

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

মন খারাপ হচ্ছে বলেই শরীর ভালো লাগছে না। মনের যত্ন নিন।

 

মকর  (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)

আপনি খুবি ব্রিলিয়ান্ট। কিন্তু এত হৃদয়হীন কেন?

 

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

পড়াশোনার গতি বাড়বে। শরীরের যত্ন নিন। খাওয়াদাওয়া ঠিকমত করুন।

 

মীন  (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)

আপনি একজন আকর্ষনীয় ব্যক্তিত্ব। তবে রাগটা নিয়ন্ত্রণ করুন।

 

 

সারাবাংলা/এসএস/এমএ

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর