Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল – ডিসেম্বর ২১, ২০১৭ বৃহস্পতিবার


২১ ডিসেম্বর ২০১৭ ১৩:৩১

 

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

রাস্তায় চলাচলে সতর্ক থাকুন একটু। শীতের কাপড় না নিয়ে বের হবেন না। হঠাৎ জমিয়ে শীত নেমে যাবে কিন্তু!

 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

রান্না করতে ভালোবাসেন না, সে বুঝলাম। কিন্তু নিজের কাজ নিজে করে নিতে পারার মত সুখ আর কিছুতে নাই, এটাও মাথায় রাখবেন।

 

মিথুন (২২ মে – ২১ জুন)

রোজ সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলবেন, আমি ভালো আছি। ব্যাস, দেখবেন দিনটা কেমন দারুন কেটে যাচ্ছে।

 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

আপনি বড্ড বদরাগী। একটু রাগটা নিয়ন্ত্রণ করুন তো এই বেলা!

 

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট)

আপনি সাহসী, স্পষ্টভাষী। মাথায় রাখবেন সততার শত্রু অনেক কিন্তু তার ভয় পাবার কিছুই নাই। আপনি ঠিক পথেই আছেন।

 

কন্যা  (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

সন্তানের সাফল্য আপনাকে আনন্দ দেবে। আরো ভালো কিছু অপেক্ষা করছে সামনে।

 

তুলা  (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

আপনি একজন ভালো মানুষ। নিজেকে পাল্টাবার কোন দরকার নেই।

 

বৃশ্চিক  (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

শরীরের যত্ন নিন। হাঁটাহাটির অভ্যাস করুন।

 

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

মন ভালো নাই? মন ভালো হবে। নিজের কাজে মনোযোগ বাড়ান, কাজই তো জীবন।

 

মকর  (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)

অর্থপ্রাপ্তি একটা বিশাল সুখের ঘটনা। সুখি হোন।

 

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

রাতজাগা একদম ভালো না। ঘুম আর বিশ্রাম যথেষ্ট হচ্ছে না বলেই এত ক্লান্তি ভর করছে। বিষয়টা ভেবে দেখুন।

 

মীন  (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)

এত রোমান্টিক আপনি! অথচ সকলে আপনাকে রাগী বলেই জানে। একটু মুখচোখ স্বাভাবিক রেখে নরম স্বরে কথা বলুন।

 

সারাবাংলা/ এসএস

বিজ্ঞাপন

 

 

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর