ঈদ পণ্যে ছাড় দিচ্ছে ক্যাটস আই
৫ জুন ২০১৮ ১৪:০৬ | আপডেট: ২৩ মে ২০২২ ১৩:০৩
ঈদের আনন্দকে দ্বিগুন করতে শো-রুমে এবং অনলাইনে বিশেষ অফার দিচ্ছে ক্যাটস আই। অনলাইনে ই কমার্স ভিক্তিক শপিং এ ক্যাটস আই পণ্যে ঈদের আগেই মিলবে সর্বোচ্চ ৬০ ভাগ ছাড়। বাড়তি হিসাবে থাকছে হোম ডেলিভারি সুবিধা এবং ভ্যাট ছাড়াই পণ্য কেনার সুযোগ। এছাড়াও ঈদের যেকোন কালেকশন কেনা যাবে ১০ ভাগ ফ্ল্যাট মূল্যছাড়ে। ক্যাটস আই স্টোরে রবি টেলিকমের গ্রাহকসহ নির্ধারিত ব্যাংকের কার্ডে থাকবে সর্বোচ্চ ১৫ ভাগ মূল্যছাড় সুবিধা।
এবার ঈদে ক্যাটস আইয়ে আনা হয়েছে বৈচিত্র্যময় ফেব্রিক এবং ডিজাইনের বাবা ও ছেলের একরকম পোশাক, বিশেষ ডিজাইনের ম্যান্ডারিন ভেস্ট, ভিন্নরকম নেকলাইনের শেরওয়ানি কাটের পাঞ্জাবি, মেয়েদের প্যাটার্ন বৈচিত্র্যের সিঙ্গেল কামিজ বা টপস। নির্ধারিত কিছু স্টোরে মাত্র ৪৯৯ টাকায় মিলবে নানাবয়সী শিশুদের জন্য ঈদের পোশাকও। ক্যাটস আই এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রাজশাহী, সিলেট, কক্সবাজার, বগুড়া, বরিশালের স্টোরগুলো ছাড়াও
ঘরে বসে বিশেষ ছাড়ে উৎসবের কেনাকাটা করতে লগইন করুন www.catseye.com.bd এই ঠিকানায়।
সারাবাংলা/আরএফ