Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বর ২০, ২০১৭, বুধবার


২০ ডিসেম্বর ২০১৭ ১২:৪৬

 

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

হজমে গোলমাল হতে পারে। একটু সতর্কতা জরুরি।

 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

প্রেমিক বা প্রেমিকার মন রক্ষা করে চলুন একটু। মনের শান্তিই আসল।

 

মিথুন (২২ মে – ২১ জুন)

যেকোন সময় সুসংবাদ আসবে। মন ভালো থাকবে। শরীরচর্চা করুন, শরীরের ব্যাথাও দূর হবে।

 

র্ককট (২২ জুন – ২২ জুলাই)

যারা বই পড়তে ভালোবাসেন, তাদের সংগ্রহে নতুন বই আসবে। খুশি?

 

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট)

পায়ের যত্ন নিন। অল্প ব্যাথা হলে ঘরোয়া টোটকায় কাজ হতে পারে।

 

কন্যা  (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আপনি খুবি আকর্ষণীয় ব্যাক্তিত্ব। মনটা সতেজ রাখুন।

 

তুলা  (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

আপনাকে সবাই পছন্দ করে। এটাই সবার একটা বড় ঈর্ষার কারণ। মাথা ঘামাবেন না।

 

বৃশ্চিক  (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

চাকরিতে উন্নতি হবে। মন দিয়ে কাজ করুন।

 

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

মন খারাপ করে বসে থাকা সমাধান নয়। উদ্যোগী হন। সমাধান পাবেন।

 

মকর  (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)

রোজ সকালে উঠেই মন ভালো হয়ে যায় আপনার। আপনার এই চনমনে মনের ভাবটা অন্যদের মাঝেও ছড়িয়ে দিন।

 

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আপনি খুব আরামপ্রিয়। তাতে কি? শীতকালই তো।

 

মীন  (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)

কাজই জীবন। কাজ করুন। দেখবেন সব সমস্যা কেটে গেছে।

 

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর