Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমের হালুয়া


২৫ মে ২০১৮ ১৬:৫৮ | আপডেট: ২৬ মে ২০১৮ ১২:২৬

বাজারে এসেছে পাকা আম। কেটে কিংবা জুস বানিয়ে তো আম খাওয়াই যায়। এছাড়াও বানিয়ে ফেলতে পারেন আমের হালুয়া। আমের হালুয়ার বড় সুবিধা হলো, কিছুদিন ফ্রিজে রেখে খাওয়া যায়।

উপকরণ

পাকা আমের রস ৪ কাপ

গুড়া দুধ ১ কাপ

চিনি ১ কাপ

চায়না গ্রাস ১/৪ কাপ

কোরানো নারকেল ১/২ কাপ

 

পদ্ধতি

প্রথমে ১ কাপ পানিতে চায়না গ্রাস ভিজিয়ে রাখতে হবে। তারপর আমের রসের সাথে বাকি সব উপকরণ একসাথে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে চায়নাগ্রাস জাল দিন। জ্বাল হয়ে গেলে আমের রস ঘন করে রাখা পাত্রে ঢেলে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল দিন। এরপর  ফ্ল্যাট  বা সমান্তরাল কোন পাত্রে ঢেলে ঠান্ডা করে জমিয়ে নিতে হবে। সবশেষে পছন্দমত শেপে কেটে খেজুর ও বিভিন্ন ধরনের বাদাম দিয়ে পরিবেশন করুন মজাদার ও পুষ্টিকর আমের হালুয়া।

সারাবাংলা/আরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর