Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল ডিসেম্বর ১৯, ২০১৭, মঙ্গলবার


১৯ ডিসেম্বর ২০১৭ ০৮:৩২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১০:৩৪

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

একটা ফোনের জন্য অপেক্ষা করছেন বহুদিন? আজ আসতে পারে সেই বহু আকাঙ্খিত ফোন কল।

 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

আপনি একজন উদার মনের মানুষ। সতর্ক থাকুন, উদারতাকে দুর্বলতা ভেবে কেউ যেন সুযোগ সন্ধানের চেষ্টা না করতে পারে।

 

মিথুন (২২ মে – ২১ জুন)

শরীরের দিকে নজর রাখুন। অবহেলা করবেন না।

 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

যারা ঈর্ষা করছে, তাদের ঈর্ষা করতে দিন। আপনার যোগ্যতা আছে বলেই না এত কিছু!

 

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট)

মূল্যবান জিনিসপত্র যত্ন করে রাখুন। গোছানো থাকলে সময়ও বাঁচে।

 

কন্যা  (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আজ আপনার দারুন রোমান্টিক সময় কাটবে। সত্যি হলে আমাকে ট্রিট দিয়েন।

 

তুলা  (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

মনের খুশিতে কাজ করেন আপনি। কেউ বাগড়া দিতে এলে তাকে প্রথমেই বুঝিয়ে দিন, অযথা ঝামেলা করতে এলে লাভ হবে না।

 

বৃশ্চিক  (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

যারা আপনজন, তাদের সময় দিন। নিজেকেও সময় দিন। কর্মব্যস্ততা মানেই সব ভুলে থাকা নয়।

 

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আপনি খুব বেশি সরল মানুষ। সোজা সাপ্টা চিন্তা করেন বলে হীনমন্যতায় ভুগবেন না। এটা একটা সদগুণ।

 

মকর  (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)

পাখির মত উড়ে যেতে মন চাইছে? উড়ুন।

 

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আপনি হলেন সেইসব মানুষের একজন, যারা কাজ শুরু করলে আহার নিদ্রা ভুলে যায়। কাজ করুন, কিন্তু নিজের যত্ন্ও নিন।

 

মীন  (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)

ভালোবাসা একটি জটিল অংক যার উত্তর সহজে মেলানো যায় না। ব্যাপারটা মাথায় রাখলেই ভালো। দিন ভালো কাটবে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর