ঈদ ফ্যাশন শো, লা রিভের জমকালো পোশাক প্রদর্শনী
১৫ মে ২০১৮ ১৮:৪৫ | আপডেট: ২৩ মে ২০২২ ১৩:০৩
সারাবাংলা ডেস্ক
পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক সমাহারের প্রদর্শনী করেছে জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড লা রিভ। দেশের খ্যাতনামা তারকা, লা রিভের নিয়মিত ক্রেতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় তলায় লা রিভের বিক্রয় কেন্দ্রে এই প্রদর্শনী হয়।
দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটানো দেশীয় এই ফ্যাশন ও লাইফস্টাইল প্রতিষ্ঠানের এবারের ঈদ পোশাকের মূল উপজীব্য- নন্দনতত্ত্ব, প্রিন্টিংস, প্যাটার্নস, সিলোটিস ও স্টাইলসের মিশ্রণ। নান্দনিকভাবে দেশীয় ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্যের এই মিশেল লা রিভ ঈদ আয়োজনের প্রতিটি পোশাকে এনে দিয়েছে ভিন্নতা ও আভিজাত্যের ছোঁয়া।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মন্নুজান নার্গিস জানান, ‘লা রিভ ঈদ ফেস্টিভ টেলস-২০১৮’ হচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।
প্রদর্শনীর বিভিন্ন পোশাকের মাঝে উল্লেখযোগ্য- নারীদের জন্য নতুন সংযোজনকৃত রিওয়ার্কড শার্টস, অ্যাসিমেট্রিক হেমলাইন টিউনিকস, ভিনটেজ স্টাইল টপস র্যাফলস এবং বিভিন্ন লেয়ারিং পোশাক। এছাড়া ছেলেদের জন্য নান্দনিক মোটিফের পাঞ্জাবী, চেক ও স্ট্রাইপের পাশাপাশি ডিজিটাল প্রিন্টের আরামদায়ক কাপড়ের ক্যাজুয়্যাল শার্ট ও গ্রাফিক শার্ট, পোলো শার্ট, ট্রপিক্যাল প্রিন্ট হ্যানলি, ডেনিম, ডাইড চিনোস, ক্যাজুয়াল ও অন্যান্য সুপার স্লিম বটমস ও শিশুদের নানা পোশাক।
পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটাতে ২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ। এখন মিরপুর, মোহাম্মদপুরে আদাবর থানার পাশে হীরা টাওয়ার ও বাসাবো আগমনী সিনেমা কমপ্লেক্সের স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনায় নিজস্ব আউটলেট রয়েছে। এছাড়াও, পণ্য হাতে বুঝে পেয়ে দাম পরিশোধের সুবিধায় ‘ক্যাশ অন ডেলিভারিতে www.lerevecraze.com ওয়েবসাইটেও সকল পোশাক ও অনুষঙ্গ পাওয়া যায়।
সারাবাংলা/ এসবি