Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল, ডিসেম্বর ১৭, ২০১৭, মঙ্গলবার


১৭ ডিসেম্বর ২০১৭ ০৮:২৫

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)  

শীত এসেই গেলো। চারদিকে অসুখবিসুখ শুরু হয়েছে। আপনি সুস্থই থাকবেন। আর এই সুযোগে শীতের মৌসুমকে উপভোগ করুন পিকনিক করে বা বাইরে কোথাও থেকে ঘুরে এসে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

অতিরিক্ত শারীরিক পরিশ্রমের সম্ভাবনা আছে। তবে উপযুক্ত বিশ্রাম নিন। নতুন সপ্তাহে নতুন করে শুরু করতে হবে যে।

মিথুন (২২ মে – ২১ জুন)

দীর্ঘদিন ধরে মনে মনে খুঁজছেন তার দেখা পেয়েও দ্বিধায় জড়িয়ে এগিয়ে গিয়ে কথা বলবেননা। এতে কিন্তু পরে তার নাম্বার খুঁজে খুঁজে হয়রান হবেন। বরং তার সামনে গিয়ে মনের কথা জানিয়েই দিন। মাঝেমধ্যে মনের কথা শোনা খারাপ না কিন্তু।

র্ককট (২২ জুন – ২২ জুলাই)

বিজয় দিবসটা খুব সুন্দর যাবে আপনার একইসাথে ভীষনই রোমান্টিক। চাইলে ফোনটা সুইচ অফ রাখতেই পারেন প্রিয় মানুষের সাথে সময় কাটানোর সময়। তবে স্বাস্থের দিকে একটু নজর দিন।

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট) 

সারাদিন বিভ্রান্তিতে কাটানোর সমূহ সম্ভাবনা আছে। কাছের কারো আচরণ বুঝতে সমস্যা হবে আপনার। বিতর্ক এড়াতে একটু সতর্ক থাকুন।

কন্যা  (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আজ সৃজনশীল কাজে আপনার দিন ভালো যাবে। পাওনাদারের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। কোন বন্ধু কাজে হাত লাগতে হতে পারে।

তুলা  (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

শীত উদযাপনের দিন এসেই গেল। দূরে কোথাও যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনার আশপাশের মানুষেরা আপনার মাধ্যমে ইতিবাচক অভিজ্ঞতা লাভ করবে।

বৃশ্চিক  (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কিছুটা জটিলতার মুখোমুখি হবেন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে যাচাই করে নিতে ভুলবেননা।

বিজ্ঞাপন

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

ধনুরাশির জাতক/জাতিকাকে আজ দাম্পত্য সম্পর্কে কিছুটা জোর দিতে হবে। প্রিয়জন সময় চাইলে, তাকে প্রয়োজনীয় সময় দিন।

মকর  (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)

হাতে টাকা আসবে কিন্তু সেটা খরচ করার জন্য ব্যস্ত হবেননা। বিপদের দিনের জন্য কিছু টাকা জমিয়েই রাখুন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার দরকার নাই। নতুন চাকরির সম্ভাবনা আছে।

মীন  (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)

বিবাদ এবং অকারণ ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে প্রাপ্ত পদোন্নতি পিছিয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর