Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল – ১৪ ডিসেম্বর ২০১৭


১৪ ডিসেম্বর ২০১৭ ০৯:৫১ | আপডেট: ২৯ জুলাই ২০২০ ০১:০৬

 

ডিসেম্বর ১৪, ২০১৭, বৃহস্পতিবার

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)  

আজ দিনটি আনন্দে কাটবে। প্রিয় কোন বন্ধু এসে সারপ্রাইজ দিতে পারে। তবে তাকে উল্টো সারপ্রাইজ দিতে আপনি আগে ভাগে বাসায় পৌঁছে গোছগাছ করে রাখুন যাতে পরে নিরিবিলি বসে গল্প করতে পারেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

আজ কর্মক্ষেত্রে সম্মানিত হওয়ার পাশাপাশি পদোন্নতির সম্ভাবনা আছে। খবরটা আপনার জন্য আনন্দের হলেও সহকর্মীরা একটু ঈর্ষান্বিত হবে। নিজের অবস্থান ধরে রাখতে পরিশ্রম আর সততায় অবিচল থাকুন।

মিথুন (২২ মে – ২১ জুন)

দূরে কোথাও থেকে ঘুরে আসার সম্ভাবনা থাকলেও বিষণ্ণতা আর দুঃখবোধ ঘিরে ফেলতে চাইবে আপনাকে। বিষণ্ণতা থেকে মুক্তি পেতে বেশি বেশি ইতিবাচক চিন্তা করুন আর সন্ধ্যার কাজের অবসরে কিছু আনন্দময় সময় কাটাতে চেষ্টা করুন।

র্ককট (২২ জুন – ২২ জুলাই)

প্রিয়জনকে সময় দিন। জীবনের ব্যস্ততায় যাদের খবর নিতে পারেননা তাদেরকে ফোন দিন বা কোথাও দেখা করুন।

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট) 

আজ দিনটি খুব একঘেয়ে কাটবে। তবুও হাতে থাকা কাজগুলো শেষ করে ফেলুন দ্রুত। নিকট ভবিষতে আসা কাজের চাপ সামাল দিতে পরিকল্পনা এখনই গুছিয়ে রাখুন।

কন্যা  (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

শরীর বেশি বিগড়ানোর আগেই একজন চিকিৎসকের শরণাপন্ন হোন। মনে রাখবেন, প্রতিকারের চাইতে প্রতিরোধই ভালো।

তুলা  (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

চাকরিতে বেতন বৃদ্ধি অথবা পদন্নোতির সম্ভাবনা আছে। সবার সাথে মিলেই সাফল্য উপভোগ করুন।

বৃশ্চিক  (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

পড়াশোনা বা সাংস্কৃতিক ক্ষেত্রে সম্মাননা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আছে প্রেমে পড়ার সম্ভাবনা।

বিজ্ঞাপন

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

নিজেকে ভালবাসা খারাপ না। তবে মাঝেমধ্যে আত্মসমালোচনার প্রয়োজনও আছে। এতে করে নিজেরই উন্নতি হয়। সৃজনশীল কাজে সম্মাননা পাবেন।

মকর  (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)

হেসেখেলে দিন কাটবে। বন্ধু-বান্ধব, পার্টি এসব করে আনন্দে সময় কাটলেও পরদিন জমে থাকা কাজ শেষ করার চাপ থাকবে কিন্তু।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

পরিচিত কেউ তার কাজের বোঝা আপনার উপর চাপানোর চেষ্টা করতে পারে। ভদ্রতা করে কিছুটা সাহায্য করলেও নিজের কাজের কথা ভেবে তাকে না বলুন।

মীন  (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)

অফিসের কাজ করতে ভালোই লাগে যদি বসের প্রশংসা পাওয়া যায়। আপনিও পাবেন। তবে প্রিয়জনকে একটু সময় দিন। কারণ দিনের শেষে পারিবারিক পরিমণ্ডলেই নিজেকে চাপমুক্ত অবস্থায় খুঁজে পাবেন।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর