লা রিভের বেকারি ব্র্যান্ড ‘লা ডেলিশিয়া’র যাত্রা শুরু
২৩ নভেম্বর ২০২১ ১৬:৫৫ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:৫৫
যাত্রা শুরু করলো নতুন বেকারি ব্র্যান্ড লা ডেলিশিয়া(Le Delicia)। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে লা ডেলিশিয়ার প্রথম ব্র্যান্ড বেকারির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস। ‘লা ডেলিশিয়া’ রিভ গ্রুপের অধীনে ফ্যাশন ব্র্যান্ড লা রিভ-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।
ফ্রেঞ্চ বেকারি খাবারের অনুপ্রেরণায় লা ডেলিশিয়া’র মেন্যু নির্ধারণ করা হয়েছে। বর্তমানে শপের পাশাপাশি অনলাইনে www.ledelicia.com ঠিকানা থেকে নগরবাসী বিভিন্ন স্বাদের কেক, স্যাভরি, ডেজার্ট, কুকিজ, ব্রেড ইত্যাদি বেকারি খাবার অর্ডার করতে পারবেন।
এ বিষয়ে মন্নুজান নার্গিস বলেন, ‘আমাদের লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ যেমন এর গুণগত মান, মডার্ণ ডিজাইন ইত্যাদি কারণে এখন অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউজ, ঠিক তেমনি স্বাস্থ্যকর, ফ্রেশ এবং সুস্বাদু খাবারের জন্য লা ডেলিশিয়াও খুব দ্রুত অন্যতম জনপ্রিয় বেকারি ব্র্যান্ড উঠবে বলে আমাদের বিশ্বাস।’ একে একে ঢাকার বিভিন্ন প্রান্তে লা ডেলিশিয়ার শপ খোলা হবে বলেও জানান তিনি।
উদ্বোধন উপলক্ষে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ঢাকায় কেকের ফ্রি হোম ডেলিভারি থাকছে। এছাড়াও ৫০০ টাকার বেশি যেকোনো অর্ডারেও ফ্রি ডেলিভারি দিচ্ছে লা ডেলিশিয়া।
সারাবাংলা/এসএসএস