গুলশানে নব আনন্দে বৈশাখ
১ এপ্রিল ২০১৮ ১৫:২৪ | আপডেট: ২৩ মে ২০২২ ১৩:০৪
লাইফস্টাইল রিপোর্ট।।
পয়লা বৈশাখের আগেই গুলশান দুই এর খাজানার প্রাঙ্গণে দেশের সেরা ফ্যাশন ডিজাইনারা এবং ফ্যাশনপ্রেমীরা মেতে উঠেছেন “নব আনন্দে বৈশাখ ১৪২৫” উদযাপনে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে এই প্রদর্শনীতে দেশের সেরা ফ্যাশন ডিজাইনাররা তাদের এবারের বৈশাখী পণ্যের সম্ভার নিয়ে এসেছেন।
গান আর ফ্যাশন শো’র পাশাপাশি এই প্রদর্শনীতে ক্রেতারা পাবেন দেশের তারকা ডিজাইনারদের এক্সক্লুসিভ ডিজাইনের সব পণ্য।
গতকাল শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আজ, ১ এপ্রিল রাত নয়টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্যে উন্মুক্ত।
সারাবাংলা/জেএম/এসএস