Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীর মোড়ে ঝালমুড়ির বৈশাখী আয়োজন


৩০ মার্চ ২০১৮ ১৬:০৩ | আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৬:০৫

লাইফস্টাইল ডেস্ক

ঝালমুড়ির বৈশাখী আয়োজন মানেই একটু ভিন্নধারার পোশাক আর অনুষঙ্গ যাদের পছন্দ, এমন মানুষদের কোলাহল। এবার পরীক্ষামূলকভাবে একদিনের জন্য এই আয়োজন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনের এই আয়োজনে দিনের প্রথমভাগেই বেশ ক্রেতা সমাগম ঘটেছে।

আগত ক্রেতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান সুইট পটেটোর স্বত্তাধিকারী ও ডিজাইনার রোকসানা রশীদ। তিনি বলেন, ‘সারাবছর অপেক্ষা করে থাকি ঝালমুড়ির জন্য। অনলাইনের ক্রেতাবন্ধুদের সাথে দেখা হয়, হাসি আনন্দের মাঝে সময় কেটে যায় দারুণ কিছু সময়।’

এবারের আয়োজনে শাড়ি, গয়নার পাশাপাশি কিছু শখের ইনডোর প্ল্যান্টসও রেখেছেন রোকসানা। গাছগুলো ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে বলে জানালেন তিনি।

সারাবাংলা/জেএম/আরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর