Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো চাকরি পাবেন মেষ, ধনু করবেন কেনাকাটা


১১ ডিসেম্বর ২০১৭ ০৯:১১

সারাবাংলা ডেস্ক

আজকের রাশিফল, ১১ ডিসেম্বর , ২০১৭

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

যারা চাকরি খুঁজছেন, তারা হঠাৎ ভালো সুযোগ পাবেন। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

চোখের যত্ন নিন। হঠাৎ হাতে টাকা আসতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন)

আপনি যাকে ভালোবাসেন, সেও কি আপনাকে ভালোবাসে? বিরাট ক্যাচালে ফেলে দিলাম? কী আর করা!

কর্কট (২২ জুন – ২২ জুলাই) 

জগতের সকল প্রাণী সুখী হোক- এই তো আপনি চান, তাই না? বেশ তো, এভাবে ভাবলে আপনিও শান্তি পাবেন।

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট) 

আপনি সাহসী মানুষ। কিন্তু এত অল্পেই বিষন্ন হয়ে যান কেন?

কন্যা  (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

যারা লেখালেখি করেন, তাদের মধ্যে যাদের রাইটার্স ব্লক যাচ্ছিল, তা কাটবে। সুসংবাদ, কী বলেন?

তুলা  (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

আরে ভাই প্রেমে পড়লেই কি প্রেম করতে হবে? ছেড়ে দিন। প্রেম জোর করবার বস্তু নয়।

বৃশ্চিক  (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

সংসারে মনোমালিন্য হবেই। মন খারাপ করবেন না।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বিরাট কেনাকাটা হবে। মন তাই বিরাট ভালোও থাকবে।

মকর  (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)

শত্রুকে ভয় পাবেন না। শত্রু আছে মানে আপনি কিছু একটা কাজের কাজ করছেন। একটু বুঝে শুনে চললেই হবে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

ঠাণ্ডা লাগতে পারে। যে বৃষ্টি হচ্ছে। বুঝে শুনে চলেন।

মীন  (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)

আপনি যাকে ভালোবাসেন, সেও কিন্তু আপনাকে ভালোবাসে। সবসময় এত তাড়াহুড়া কীসের আপনার?

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর