Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্বকের যত্নে অর্গানিকেয়ারের ‘উইন্টার বডি কেয়ার’


২২ নভেম্বর ২০২০ ২০:৩২ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:৫৬

ঢাকা: ত্বক নিয়ে সচেতনদের জন্য ‘উইন্টার বডি কেয়ার’ নামক নতুন এক প্রসাধনী পণ্য বাজারে নিয়ে এসেছে জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অর্গানিকেয়ার। রোববার (২২ নভেম্বর) ধানমণ্ডি ২৭-এ অবস্থিত মিনা বাজার শাখায় এ বডি বাটারটির উদ্বোধন করা হয়।

জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, পরিচালক কাজী আনিস আহমেদ, পরিচালক কাজী ইনাম আহমেদ ও অর্গানিকেয়ারের প্রতিষ্ঠাতা ও গ্রুপের পরিচালক ড. মালিহা মান্নান আহমেদ পণ্যটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মালিহা মান্নান বলেন, ‘কোনো বাংলাদেশি কোম্পানি প্রথমবারের মতো এ ধরনের একটি পরিশীলিত পণ্য বাজারে এনেছে। শীতের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হলেও, সারা বছরই এটি ব্যবহার করা যাবে। অর্গানিকেয়ারের পণ্যের ক্ষেত্রে আমরা শুরু থেকেই কাঁচামালের মানসম্মত সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। এ পণ্যটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।’

বিজ্ঞাপন

অর্গানিকেয়ারের এ প্রতিষ্ঠাতা আরও জানান— পণ্যটি তৈরির কাঁচামাল প্রাকৃতিক নারিকেল তেল, অ্যালোভেরা ও ভিটামিন-ই তেলের নির্যাস থেকে সংগৃহীত।

কাজী নাবিল আহমেদ বলেন, এ ধরনের উচ্চ মানসম্পন্ন পণ্য দেশে তৈরি হয় না বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।

জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, ‘এ পণ্যটি আধুনিক বিজ্ঞান ও প্রাকৃতিক ছোঁয়ার সংমিশ্রণের একটি ভালো উদাহরণ। আমরা আশা করি, ভোক্তারা শিগগিরই এর সুফল পাবেন এবং এ পণ্যটি বিপুল আস্থা অর্জন করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর