কোন মুখে কেমন ব্যাংগস কাট
৩ নভেম্বর ২০২০ ১৪:৫৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২০ ১৪:৫৭
অতিমারির কারণে বদলে গেছে আমাদের সাজগোজের ধরণ। মুখে মাস্ক পরার কারণে এখন চোখ আর চুলের সাজেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জনপ্রিয় চুলের কাট ব্যাংগসের প্রতি তাই আকর্ষন যেন আরও বেড়েছে ইদানিং। তবে যুগ যুগ ধরেই ব্যাংগস জনপ্রিয় হলেও আমরা অনেকেই জানিনা কোন মুখে কেমন কাট মানাবে।
রইলো নয় ধরনের ব্যাংগস কাটের ছবি ও বর্ণনা। সেই সঙ্গে কোন মুখে কেমন কাট ভালো লাগবে তার সম্পর্কেও রইলো সংক্ষিপ্ত আলোচনা।
১. বেবি ব্যাংগস
একে মাইক্রো ব্যাংগসও বলা হয়। কপালের মাঝ বরাবর নামে ছোট করে কাটা এই চুল। সাধারণত স্ট্রেইট চুলে আর লম্বাটে মুখে এই কাট ভালো লাগে। তবে ম্যানেজ করতে পারলে কোঁকড়া বা ঢেউ খেলানো চুলেও বেবি ব্যাংগস কাট দিতে পারেন।
২. ব্লান্ট ব্যাংগস
পুরো কপাল ঢেকে থাকে এই সোজা করে কাটা এই ব্যাংগস। ভ্রু বা চোখের পাপড়ি পর্যন্ত কাটা হয় ব্লান্ট ব্যাংগস।
৩. কার্লি ব্যাংগস
কোঁকড়া চুলের জন্য এই কাট। এটি কপালের মাঝ বরাবরও হয় আবার ভ্রু পর্যন্তও আসে। তবে কার্লি ব্যাংগস একটু লম্বা করে কাটতে হয় যেহেতু এই চুল পেঁচিয়ে থাকে।
৪. টেক্সচার্ড ব্যাংগস
একে অনেকসময় উইস্পি ব্যাংগস, চপি ব্যাংগস বা বারকিন ব্যাংগসও বলে। ব্রিটিস অভিনেত্রী ও সঙ্গিত শিল্পী জেন বার্কিন এই কাটকে জনপ্রিয় করেছিলেন। এটি অনেকটাই ব্লান্ট ব্যাংগসের মত হলেও কোনের দিকে কিছুটা বেকে যায় এই কাট।
৫. কার্টেইন ব্যাংগস
সত্তুরের দশকের জনপ্রিয় এই কাট আবারও ফিরে আসছে। দুই ভ্রুর মাঝখানে কিছুটা উঁচু করে কাটা থাকে। তারপর মুখের দুইপাশ দিয়ে নামে। পর্দার মত মুখকে ঘিরে রাখে বলেই এর এমন নামকরণ।
৬. লং ব্যাংগস
কানের পেছনে গোঁজা যায় এই ব্যাংগস। যাদের কপালে চুল থাকা পছন্দ না বা চুল পড়লে কপাল চুলকায় তাদের জন্য এই কাট।
৭. ব্রেইডেড ব্যাংগস
অনেকেরই চুল ব্রেইডেড বা বেণী করা। বাংলাদেশে খুব একটা দেখা না গেলেও বিশ্বের নানা দেশে এই ফ্যাশন জনপ্রিয়। বেণীগুলো কপালের মাঝ বরাবর ভ্রুর উপর পর্যন্ত কাটা হয় ব্রেইডেড ব্যাংগসে।
৮. সাইড ব্যাংগস
অনেকেরই পুরো কপাল ঢাকা ব্যাংগস পছন্দ না, তাদের জন্য সাইড ব্যাংগস। কপালের যেকোন এক পাশে পড়ে থাকে এই কাট। কপালের মাঝ বরাবর থেকে ভ্রুর শেষ মাথা পর্যন্ত কাটা হয় এই চুল।
৯. আর্চড ব্যাংগস
এটিও ব্লান্ট ব্যাংগসের মত। তবে ব্লান্টের মত সোজাসুজি না থেকে এই কাট কিছুটা বাকিয়ে কাটা হয় যা মুখের আকৃতি ঘিরে থাকে।
এখন আসুন দেখে নেই কোন মুখে কেমন ব্যাংগস মানাবে
আপনার যেমন ইচ্ছা তেমন ব্যাংগস আপনি কাটতেই পারেন। কোন মুখে কেমন চুলের কাট মানাবে তার কোন বৈশ্বিক মানদণ্ড নাই। আপনি আত্মবিশ্বাসী অনুভব করলে যেকণ চুলের কাটেই আপনাকে ভালো লাগবে। তারপরেও দেখা যায় হেয়ার স্টাইলিস্টরা মুখের গড়নের উপর ভিত্তি করে নানারকম চুলের কাটের পরামর্শ দিয়ে থাকেন। আসুন দেখে নেই কোন মুখে কেমন ব্যাংগস ভালো লাগার সম্ভাবনা বেশি।
গোল মুখ
এধরণের মুখের ক্ষেত্রে মুখের গড়নে কিছুটা আকৃতি দেওয়াই থাকে উদ্দেশ্য। গোল মুখে কার্টেইন, সাইড-সুইপ্ট, লম্বা স্টাইলের কাট ভালো লাগে। যেকোন কাট দিলেও আর্চড ব্যাংগস এড়িয়ে চলাই ভালো এতে মুখ আরও গোল আর ছড়ানো লাগবে।
চারকোনা মুখ
এধরনের মুখের চারধারে বেশ ধারালো থাকে তাই স্কয়ার-শেপড ফেস বলা হয়। এধরনের মুখে কার্টেইন, লং, কার্লি ব্যাংগসে কিছুটা নরম ভাব আনে। লম্বা লেয়ারসের সঙ্গে সাইড-সুইপ্ট ব্যাংগস ভালো লাগলেও ব্লান্ট বা টেক্সচার্ড কাট এড়িয়ে চলাই ভালো।
ওভাল আকৃতির মুখ
এধরণের মুখাকৃতিতে যেকোন চুলের কাট মানিয়ে যায়। মানায় সব ধরনের ব্যাংগসই।
হৃদয়াকৃতির মুখ
কপালের দিকে ছড়ানো আর চিবুকের দিকে চাপা এই মুখের গড়নে মানিয়ে যায় সাইড-সুইপ্ট স্টাইল। এছাড়াও টেক্সচার্ড, কার্টেইন ও লং ব্যাংগসও ভালো লাগে।
ডায়মন্ড আকারের মুখ
ডায়মন্ড আকৃতি মুখে কপাল ও চিবুক সরু থাকে। মুখের সবচেয়ে চওড়া অংশ হল চিকবোন বা কপোল। এটি কিছুটা উঁচু আর চওড়া থাকে। সাইড ব্যাংগস, বেবি ব্যাংগস আর কার্টেইন ব্যাংগস এধরণের মুখে বেশি মানায়।
রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার মুখ
ওভাল ড় চতুষ্কোনের মিশ্রণ এই মুখের গড়ন। কিছুটা লম্বাটে এই মুখাকৃতিতে মানায় লম্বা, কার্টেইন, কার্লি ও সাইড সুইপ্ট ব্যাংগস। এছাড়াও ব্লান্ট কাটও মানিয়ে যায় এমন মুখে।
আসলে নানারকম ব্যাংগস আছে। এর মধ্যে থেকে কোনটি আপনার মুখের সঙ্গে মানাবে তা নিশ্চিত করে বলা যায় না। শুধু মুখের গড়নই নয়, চুলের ধরনের উপরও নির্ভর করে কেমন কাটে আপনাকে মানাবে। তাই চুলে ব্যাংগস কাটার আগে উইগ পরে বা নিজের চুল ক্লিপ দিয়ে আটকিয়ে দেখতে পারেন কোন ব্যাংগস কাটে আপনাকে মানাবে।