Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার এলো এফডিএ অনুমোদিত স্বচ্ছ মাস্ক


২৮ জুন ২০২০ ২২:০১

করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্কের ব্যবহার সবচেয়ে জরুরি হয়ে উঠেছে। ঘর থেকে বের হলে মাস্ক পরার বাধ্যবাধকতাও রয়েছে। নিজেকে ও অন্যকে নিরাপদ রাখতে মাস্ক পরা জরুরি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে এই নতুন বাস্তবতায় মাস্ক নিয়েও শুরু হয়েছে নানা উদ্ভাবনী প্রচেষ্টা। তাই এবার এলো স্বচ্ছ ফেস মাস্ক।

লিফ গ্রুপের নতুন স্বচ্ছ মাস্ক যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর-এর অনুমোদন পেয়েছে। স্বচ্ছ এই মাস্ক পরলে কাগজ বা কাপড়ের মাস্কের মত মুখমণ্ডল ঢেকে যাবে না। এফডিএ অনুমোদন দেওয়ায় এ মাস্ক করোনাভাইরাস প্রতিরোধেও ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন

লিফ জানায়, এ মাস্কটি এন৯৯প্লাস মানসম্পন্ন। এই মানের কোনো স্বচ্ছ মাস্ক এই প্রথম এফডিএ’র অনুমোদন পেল।  এ মাস্কটি ০.৩ মাইক্রন সাইজের উপাদান ৯৯.৯৯৯ শতাংশ পরিস্রাবণ করতে সক্ষম।

করোনা করোনাভাইরাস মাস্ক

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর