Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণীদের বাঁচালেন যারা


২২ জানুয়ারি ২০২০ ১৩:৩৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১৪:২৫

ভয়াবহ দাবানলে সীমাহীন ক্ষতির শিকার অস্ট্রেলিয়া। প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। অসংখ্য পশু-পাখি, গাছপালা ও বাড়িঘর পুড়ে গেছে আগুনে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। প্রাণ-প্রকৃতির এমন অবস্থায় দেশটিতে এখন শুধুই হাহাকার।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে প্রাণীরা। ভয়াবহ অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেছে সেখানকার জীববৈচিত্র্য। প্রাণীদের এই দুর্দশা দেশটির একদল মানুষকে কাঁদিয়েছে। তারা এগিয়ে এসেছেন আহত প্রাণীদের বাঁচাতে। তাদের যত্নে কিছু প্রাণী প্রাণ ফিরে পেয়েছে।

বিজ্ঞাপন

প্রাণীর প্রতি মানুষের নিষ্ঠুরতা দেখার অভিজ্ঞতা কম-বেশি সবারই আছে। কারণে-অকারণে প্রাণীদের আহত করা অনেকেরই স্বভাব। সেখানে প্রকৃতির সংকটময় পরিস্থিতিতে প্রাণীদের নিয়ে ভাবার মতো ক’জনই বা থাকেন! এক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করলো অস্ট্রেলিয়ার স্বেচ্ছাসেবকরা। তারা আহত মানুষের মতো প্রাণীদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার আহত প্রাণীদের বাঁচাতে স্বেচ্ছাসেবকদের অক্লান্ত প্রচেষ্টার কিছু নমুনা ক্যামেরাবন্দি হয়েছে। ‘ব্রাইট সাইড’ এ প্রকাশিত এই ছবিগুলো সারাবাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলো:

অসুস্থ প্রাণীকে খাবার খাওয়াচ্ছেন এক স্বেচ্ছাসেবী

অসুস্থ প্রাণীকে খাবার খাওয়াচ্ছেন এক স্বেচ্ছাসেবী

 

আহত প্রাণীদের সুস্থ করে বিভিন্ন বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে

আহত প্রাণীদের সুস্থ করে বিভিন্ন বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে

 

আগুন থেকে বাঁচাতে হেলমেটের ভেতর ছোট্ট প্রাণীকে লুকিয়ে রেখেছেন অগ্নি-নির্বাপণকারী

আগুন থেকে বাঁচাতে হেলমেটের ভেতর ছোট্ট প্রাণীকে লুকিয়ে রেখেছেন অগ্নি-নির্বাপণকারী

 

আহত ইঁদুরকে খাওয়াচ্ছেন স্বেচ্ছাসেবী

আহত ইঁদুরকে খাওয়াচ্ছেন স্বেচ্ছাসেবী

 

বিজ্ঞাপন
অত্যন্ত যত্ন দিয়ে আহত প্রাণীদের সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে

অত্যন্ত যত্ন দিয়ে আহত প্রাণীদের সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে

 

এভাবেই এদের আগলে রাখা হয়েছে

এভাবেই এদের আগলে রাখা হয়েছে

 

আগুনে পুড়ে যাওয়া এক প্রাণীকে অনেকটা সুস্থ করে তোলা হয়েছে

আগুনে পুড়ে যাওয়া এক প্রাণীকে অনেকটা সুস্থ করে তোলা হয়েছে

 

আষ্ট্রেলিয়ায় অগ্নিকান্ড আহত প্রাণীর সেবা

বিজ্ঞাপন

‘লিভিং রুম সেশান’র দ্বিতীয় সিজন
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:১২

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর