Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন হবে ফ্যাশন ট্রেন্ড ২০২০?


১৪ জানুয়ারি ২০২০ ১৭:৫৫ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:৫৮

সময়ের সঙ্গে ফ্যাশনও বদলে যায়। প্রতি বছরের মতো চলতি বছরের ফ্যাশনের ধারায় যোগ হয় নতুন নতুন ট্রেন্ড। এ বছরও তার ব্যতিক্রম নয়। চলতি বছরের ফ্যাশনে বড় জায়গা দখল করতে যাচ্ছে পাশ্চাত্য বা ওয়েস্টার্ন পোশাক। পোশাকের ধরণ ও রঙে আসবে বৈচিত্র্য। শীত, গরম কী বর্ষা, সব ঋতুতেই মানিয়ে যাবে এই পোশাকগুলো।

আসুন দেখে নেই চলতি বছরের ফ্যাশন ট্রেন্ড কী হতে যাচ্ছে-

কেইপ
কেইপ পরার চল শুরু হয়েছিল আজারবাইজানে। সেখানকার নারীরা এই পোশাক ব্যবহার করতেন। কিছুটা লম্বা এই পোশাকগুলো ব্লেজারের মতোই শীতের জন্য আরামদায়ক। ক্যাজুয়াল হিসেবেও এগুলো বেশ মানানসই। এই শীতে যেকোন উৎসব, অনুষ্ঠানে ভারী বা হালকা ডিজাইনের কেইপ জাতীয় পোশাক অনায়াসেই পরতে পারেন। ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের ফ্যাশন ট্রেন্ডে যোগ হতে যাচ্ছে নানারকম কেইপ।

চেক
সাদামাটা মোটিফে করা চেক পোশাক ফিরে আসবে নতুন বছরের ফ্যাশণের ধারায়। চেকের পোশাক কম-বেশি সবাই ব্যবহার করে। সেই ধারা চলতি বছর আরও জনপ্রিয় হবে। ব্লেজার, প্যান্ট ড্রেস তো বটেই বাংলাদেশে যোগ হতে পারে শাড়ি, কুর্তি ও সালোয়ার কামিজে দেখা যাবে চেকের ব্যবহার।

শোল্ডার প্যাডস
আশির দশকে এই ধরণের পোশাক দারুণ জনপ্রিয় ছিল। ফিরে আসছে আবারও আশির দশকের ফ্যাশনের ধারা। তবে পুরনো নকশা সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। এই পোশাকের হাতা হবে ঢিলেঢালা অর্থ্যাৎ ওভারসাইজড। হাতায় ফোলাভাব থাকবে।

উজ্জ্বল নিওন
উজ্জ্বল নিওন চলতি বছরের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করতে চলেছে। সবুজ, হলুদ, গোলাপীর মতো উজ্জ্বল নিওন রঙের পোশাক এবছর বেশ চলবে। এটিও আশির দশকের ফ্যাশন ট্রেন্ড। ফ্যাশনপ্রেমীরা সেই রঙগুলো পোশাকে আবারও দেখতে চাইছেন। ফলে চলতি বছরে নিওন রঙে পোশাক ও একসেসরিজের প্রবণতা দেখা যাবে।

বিজ্ঞাপন

ফক্স-ফার
শীতকালীন পোশাকে ফক্স-ফার বা কৃত্রিম পশমের ব্যবহার বাড়বে। অতীতে প্রাণীর পশম ব্যবহৃত হলেও পরিবেশবাদীদের দীর্ঘদিণের প্রতিবাদের পর বদল আসে এধরণের পোশাকে। প্রাণীর পশম বাদ দিয়ে ফক্স-ফার বা কৃত্রিম পশম দিয়ে বানানো পোশাক জনপ্রিয়তা পায়। শীতপ্রধান দেশগুলোতে ফক্স-ফার প্রায় সারাবছর ব্যবহার করা হয়। তবে আমাদের দেশে এটা শীতকালের জন্যই বেশি উপযোগি।

এছাড়া ডেনিম স্কার্টের কদরও বাড়বে চলতি বছর। লম্বা ঝুল, ঢিলেঢালা পোশাক এবং পোশাকে কুচির ব্যবহারও হতে যাচ্ছে চলতি বছরের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ।

ফ্যাশন ট্রেন্ড ২০২০

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর