Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল ডিসেম্বর ৮, ২০১৭, শুক্রবার


৮ ডিসেম্বর ২০১৭ ১১:৪৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৭ ১১:৫৪

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
হঠাৎ টাকা হাতে আসবে, তবে তা আপনার পাওনা টাকাই। যারা অনেকদিন ধরে ঘোরাচ্ছিল আপনাকে, তারা এবার ভালোমানুষের মত টাকা দিয়ে দেবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
প্রতিবেশির সাথে সুসম্পর্ক রাখুন। তার বিপদে এগিয়ে যান। দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে।

মিথুন (২২ মে – ২১ জুন)
মনের কথা মাঝে মাঝে চেপে যাওয়াই ভালো। ছুটির দিন আনন্দে কাটবে।

র্ককট (২২ জুন – ২২ জুলাই)
দূরে কোথাও যাবার সুযোগ আসবে সামনে। কাজ গুছিয়ে রাখুন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আপনি একটা শক্ত মনের মানুষ। সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যাবে এইবার। স্মৃতিগুলো আবারো ঝালাই করে নিন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করবেন না। শীতের শুরুতে টুকটাক শরীর খারাপ হবেই।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
খুব আড্ডা হবার সম্ভাবনা আছে। মন ভালো থাকবে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মজাদার খাদ্যযোগ আছে আপনার ভাগ্যে। খান, ছুটির দিনে মজার খাওয়া মন ভালো রাখবে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)
আপনি কিন্তু একটা কবি মনের মানুষ। কিন্তু এত ব্যস্ত থাকলে হবে? স্বপ্ন দেখাটাও জীবনের অংশ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ভাইবোনকে আপনি খুব ভালোবাসেন। তারাও আপনাকে ভালোবাসে। ভাইবোনের খোঁজ নিন নিয়মিত।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনি একটা কাজপাগল মানুষ। যারা আপনাকে বোঝে, তারা আপনাকে ঘাটায় না। তবে আপনজনকে একটু সময় দিন কাজের ফাঁকে ফাঁকে।

সারাবাংলা/ আরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর