Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের রাশিফল (ডিসেম্বর ৭, ২০১৭, বৃহস্পতিবার)


৭ ডিসেম্বর ২০১৭ ১১:২৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৭ ১১:২৪

মেষ
শরীরের দিকে খেয়াল রাখুন। আজ এখন তো ঋতু পাল্টানোর সময়। চাকরিতে উন্নতি হবে যদি যথেষ্ট সময় দেন কাজে।

বৃষ
প্রিয় মানুষটি রাগ করতে পারে। তাকে সময় দিন, সব সমস্যার সমাধান ওখানেই।

মিথুন
পড়াশোনার চাপ বাড়বে যারা শিক্ষার্থী তাদের। বিষন্নতা আসলে ডার্ক চকলেট খান।

কর্কট
অনেক দিন ধরে করবেন, কিন্তু করা হচ্ছে না, এমন একটা কাজ করে ফেলার এখনই সময়।

সিংহ
একটু সতর্ক থাকুন পথ চলায়। বিপদ তো বলে কয়ে আসে না, তাই না?

কন্যা
সন্তান আছে যাদের, তারা বাড়িতে আরেকটু সময় দিন। দিন ভালো যাবে।

তুলা
কর্মব্যস্ত দিন যাবে। শরীরের দিকে নজর দিন।

বৃশ্চিক
আত্মবিশ্বাস বাড়বে। বিষয়টা কাজে লাগান। সময নষ্ট করবেন না।

ধনু
অনেক দিনের পুরোনো কোন বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে।

মকর
ব্যবসা শুরু করতে চাইলে, করতে পারেন। ভাগ্যাকাশে লাভের আলো ঝলমল করছে।

কুম্ভ
আপনি একজন বিশাল প্রেমিক। যারা আপনাকে ভুল বোঝে, তারা আজ কাছে আসবে।

মীন
বাবা মা’র সাথে খুব ঝগড়া হচ্ছে? আজই মিটিয়ে নিন। বাবা মায়ের চেয়ে আপন কেউ নাই রে ভাই!

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর